বিজ্ঞাপন
default-image

সহযোদ্ধাদের সঙ্গে আবদুল বাসেত পাকিস্তানি সেনাদের ওপর আক্রমণ শুরু করলেন। প্রচণ্ড যুদ্ধ শুরু হলো। একটু একটু করে তাঁরা অগ্রসর হতে থাকেন সামনের দিকে। আর পাকিস্তানি সেনারা ক্রমেই হটতে থাকে পেছন দিকে। মুক্তিযোদ্ধারা তাঁদের আক্রমণের তীব্রতা আরও বাড়িয়ে দিলে পাকিস্তানি সেনারা হয়ে পড়ে পুরোপুরি দিশেহারা। মুক্তিযোদ্ধাদের বিজয় যখন সন্নিকটে, ঠিক তখনই হঠাৎ গুলিবিদ্ধ হলেন আবদুল বাসেত। তিনি শহীদ হলেন। ঘটনাটি ঘটেছিল কৃষ্ণপুরে।

কৃষ্ণপুর ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত। মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে নিয়মিত মুক্তিবাহিনীর কে ফোর্সের নবম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নভেম্বরের প্রথম দিকে সীমান্ত এলাকা থেকে কুমিল্লা অভিমুখে অভিযান শুরু করে। ১১ নভেম্বর মুক্তিযোদ্ধারা কৃষ্ণপুরে পাকিস্তানি সেনাবাহিনীর মুখোমুখি হন। তখন তাঁরা (নবম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আলফা ও ব্রাভো কোম্পানি) পাকিস্তানি সেনাদের আক্রমণ করেন। মুক্তিযোদ্ধাদের এই দলে ছিলেন আবদুল বাসেত।

১১ ও ১২ নভেম্বর কৃষ্ণপুর ও পার্শ্ববর্তী বগাবাড়ীতে পাকিস্তানি সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের প্রচণ্ড যুদ্ধ হয়। দুই দিনের যুদ্ধে মুক্তিবাহিনীর আবদুল বাসেতসহ দুজন শহীদ ও একজন আহত হন। অন্যদিকে পাকিস্তানি সেনাবাহিনীর ১৪ জন নিহত ও ৭ জন আহত হয়। মুক্তিবাহিনীর প্রবল আক্রমণে পাকিস্তানি সেনারা সম্পূর্ণপরাস্ত হয়। এরপর তারা সালদা নদী, কসবা, মন্দভাগ প্রভৃতি এলাকার প্রতিরক্ষা অবস্থান ছেড়ে নভেম্বরের শেষে কুমিল্লা সেনানিবাসে আশ্রয় নেয়।

সহযোদ্ধারা পরে গ্রামবাসীর সহযোগিতায় মুক্তাঞ্চল কসবায় তাঁর মরদেহ সমাহিত করেন।

আবদুল বাসেত ১৯৭১ সালে কৃষিকাজ করতেন। আনসারের প্রশিক্ষণও ছিল তাঁর। আনসার বাহিনীর অনিয়মিত সদস্য ছিলেন তিনি। মুক্তিযুদ্ধ শুরু হলে স্থানীয় প্রতিরোধযোদ্ধাদের দলে যোগ দেন। পরে ভারতে চলে যান। ২ নম্বর সেক্টরের অধীনে যুদ্ধ করতে থাকেন। মুক্তিযুদ্ধ চলাকালে নিয়মিত মুক্তিবাহিনীর তিনটি বিশেষ ফোর্স গঠন করা হয়। এর একটি ছিল কে ফোর্স। কে ফোর্সের জন্য তখন চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেনা এবং ২ নম্বর সেক্টরের গণযোদ্ধাদের সমন্বয়ে নবম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট গঠন করা হয়। আবদুল বাসেতকেও নবগঠিত এ রেজিমেন্টে অন্তর্ভুক্ত করা হয়।

সূত্র: একাত্তরের বীরযোদ্ধা: খেতাব পাওয়া মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা, প্রথম খণ্ড, প্রথমা প্রকাশন, ঢাকা ২০১২

সম্পাদক: মতিউর রহমান, সংগ্রহ ও গ্রন্থনা: রাশেদুর রহমান