বিজ্ঞাপন
default-image

সোনা মিয়া ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে প্রথম পর্যায়ে ৩ নম্বর সেক্টর, পরে এস ফোর্সের অধীনে যুদ্ধ করেন। দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে সুবেদার পদে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি দ্বিতীয় বেঙ্গলের একটি ইউনিটের সঙ্গে ভারতে যান। পরবর্তী সময়ে তিনি বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের রামগড়, করেরহাট, সিলেটের তেলিয়াপাড়া, ব্রাহ্মণবাড়িয়া জেলার শাহবাজপুরসহ আরও কয়েকটি স্থানে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন। এস ফোর্সের অধীনে তাঁর ব্যাটালিয়ন অধিনায়ক ছিলেন ক্যাপ্টেন এ এস এম নাসিম।

মুক্তিযুদ্ধের সময় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পূর্ব দিকের শাহবাজপুর ও তার পার্শ্ববর্তী চান্দুরা ছিল সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ একটি স্থান। আখাউড়ার পতনের পর যৌথ বাহিনী ব্রাহ্মণবাড়িয়ার দিকে এগোতে থাকলে শাহবাজপুরে সম্মুখযুদ্ধ হয়। এ যুদ্ধে সোনা মিয়া সাহসিকতা দেখিয়ে খ্যাতি অর্জন করেন।

১৯৭৮ সালে সেনাবাহিনীর চাকরি থেকে অবসর নেন।

সূত্র: একাত্তরের বীরযোদ্ধা: খেতাব পাওয়া মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা, প্রথম খণ্ড, প্রথমা প্রকাশন, ঢাকা ২০১২

সম্পাদক: মতিউর রহমান, সংগ্রহ ও গ্রন্থনা: রাশেদুর রহমান