বিজ্ঞাপন
default-image

জনকের কাঁধে মাথা ঐতিহ্যের পথে—

ডানা মেলা চুল হাওয়ায় ভাসে

ওই যে অয়নপথ—বিশাখা, রোহিণী, উত্তরফাল্গুনী

আজ বুঝি আলোর প্লাবন...

যে আছে কিন্তুর প্রতীক্ষায়, সময়ের নির্লিপ্ত নয়ন

হাজার গতির ভিড়ে খুঁজে ফেরে ধাবমান দৃষ্টি—

ফেলে আসা প্রযুক্তির বাঁকা পথ, মাপা জীবন, মুখস্থ হাসি

শীতলক্ষ্যা পার হলে শান্তি, প্রকৃতির ভালোবাসা

বুক ভরা গভীর নিঃশ্বাস, মুক্তির শ্যামল ছায়া...

যেতে হবে যোজন যোজন দূর—ঘুমিয়ে পড়েছ মেয়ে!

উড়ে চলে সোনারগাঁ এক্সপ্রেস...