বিজ্ঞাপন
default-image

কত কোটি আলোকবর্ষ পাড়ি দিয়েছি, ওড়ার শব্দ

শুনতে পাওনি?

ভেজা মাটি, শিশিরগুচ্ছ, বাংলা ছেড়ে কোথায় পাব,

তোমাদের জন্য আমার মন পড়ে আছে;

আমার চোখে কেঁপে ওঠে তের শত নদী

বুকজুড়ে আদিগন্ত আকাশ,

আমি ফিরে এলাম, পাখায় শীতের শিশির, চোখে

অটাম–সন্ধ্যা

এ সবই তোমাকে দিলাম;

এই সবুজ ভোরে আমি শস্যের কাছে

ফিরে এসেছি,

সব দুঃখ ভুলে সকালের আলো চাইব

সূর্যের কাছে;

লোকালয়ে নামবে নিঝুম ভোর, শ্যামল দিঘির ছায়া,

কোমল কম্পিত বৃক্ষে নেচে উঠবে পাতার সৌরভ

আমি নদী ও বনের শিহরণ মেখে ফিরে পাব

সঞ্জীবনীধারা;

বাংলার আকাশে ছড়িয়ে আছে রৌদ্রভোর, মুক্তিযুদ্ধের গান

তুমি সুসময় হও, শান্তিশোভা হও,

মাতৃস্নেহে দুহাত বাড়িয়ে তুমি ডাকো—‘বুকে আয়’।

মহাদেব সাহা: কবি।

সূত্র: ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সালের বিশেষ সংখ্যায় প্রকাশিত