বিজ্ঞাপন
default-image

তোমার চোখজোড়া খুব চকচক করে!

সবুজ মার্বেলের মতো

রাতের অন্ধকারে

অন্তর্ভেদী দৃষ্টি যেন ওঁত্ পেতে আছে;

তোমার চোখজোড়া,

কেমন একটা বেড়াল বেড়াল ভাব;

তুমি একটা বেড়াল-সুন্দরী।

তোমার চোখের কাছে, তোমার পায়ের কাছে

আমিও এক পোষা বেড়াল।

তোমার নখে আমার নাক চুলকিয়ে নিই

কিন্তু তুমি তো জানো,

পোষা বেড়াল কোনো বেড়াল না,

পোষা মানুষ যেমন মানুষ না।

তোমার চোখজোড়া খুব টলটলে

কেমন একটা বেড়াল বেড়াল ভাব।

তুমি একটা বেড়াল-সুন্দরী;

আর আমি পোষা মানুষ।