বিজ্ঞাপন
default-image

বাংলাদেশের পবিত্র ভূমিকে যারা একদিন

অবিশ্বাস্য বধ্যভূমিতে পরিণত করেছিল—,

যারা আমাদের জননী-ভগিনী ও কন্যাদের

যুদ্ধের উদ্যানে পাওয়া গনিমাতের মাল বলে

একদিন ফতোয়া দিয়েছিল—,

যাদের বিকৃত বাসনার লোলজিহ্বা

সোল্লাসে ছিন্ন করেছিল খোদার আরশ,

যারা দোজখের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল

আমাদের পুষ্পবত্ পবিত্র শিশুদের;

নিত্যদিন অধর্মের ডুগডুগি বাজিয়েও

যারা নিজেদের অপরাজেয় ধর্মসেনা বলে

দম্ভ ভরে দাবি করেছিল,

আজ ষোলই ডিসেম্বর, তাদের পরাজয় দিবস।

আজ সোহরাওয়ার্দী উদ্যানের সবুজ জমিনে

পেয়ারা পাকিস্তানের মদ্যপ প্রেসিডেন্ট

সেনাধ্যক্ষ আগা মোহাম্মদ ইয়াহিয়া খান

(পটুয়া কামরুল হাসান যার মুখ নরঘাতক পশুর আদলে

এঁকে চিত্রকলার ইতিহাসে বিখ্যাত হয়েছেন),

তার বিশ্বস্ত দোসর লে বিসর্গযুক্ত

জেনারেল রাও ফরমান আলী,

এ এ কে (আমির আহমদ খান) নিয়াজি,

এবং তাদের বিদেশি মুরব্বি ও দেশীয় বশংবদদের

নিঃশর্ত আত্মসমর্পণ।

আজ কোনো কথা নয়। নো মোর বাকোয়াজ।

যথেষ্ট অস্ত্র এবং গোলাবারুদ থাকার পরও

আজ আলবদর, রাজাকার আর

অত্যাচারী নমরুদদের সারি বেঁধে

নিঃশব্দে, নতমস্তকে দাঁড়িয়ে থাকার দিন।

সূত্র: ১৬ ডিসেম্বর, ২০০৯ সালের বিশেষ সংখ্যায় প্রকাশিত