বিজ্ঞাপন
default-image

কৈশোরের কথা তুলে

কৈশোরের কথা তুলে এত কষ্ট দিলে তুমি, সোনা?—

বুক ভেঙে চুরমার! নিরাশাবাদীকে দিলে এমন যন্ত্রণা—

যার নেই কোনো উপশম। দাও। আমি সহ্য করব সব।

তুমি থাকো ঊর্ধ্বে চাঁদ। আমি নিচে রাত্রির পৃথিবী: গভীর নীরব

দুঃখ কোরো না

কুঁড়ি ঝরে গেছে? দুঃখ কোরো না,

সোনা,

তুমি কুঁড়ি নও, তুমি ফোটা ফুল, পুরো ফোটা ফুল।

আর আমি? আমি তোমাদের দেশে বেড়াতে এসেছি এক ভুল

কেঁদে যে কবিতা লেখে

কেঁদে যে কবিতা লেখে তাকে তুমি চিনতে পারোনি,

সোনামণি।

দুর্বোধ্য কঠিন যাকে ভেবেছিলে,

আজ তাকে দগ্ধে মারছ তিলে তিলে।

মারো,

এইভাবে আমি ফিরে যাব আবার একুশে,

তুমি হবে আবার আঠারো