বিজ্ঞাপন
default-image

কী করে যে হয় কবিতার ঘনঘটা

শব্দের খেলা আকাশে বাতাসে তোলে বিদ্যুচ্ছটা

মেঘের জগতে মেঘ ভেসে যায় আকাশ কেমন নীল

নীলের উঠোনে দেখছি নীরবে তারাদের ঝিলমিল

অনন্তকাল তারার উঠোনে হীরের টুকরো জ্বলে

আমি শুধু বলি—এসো ভালোবাসা আমাদের অঞ্চলে

কে যেন শূন্যে থমকে দাঁড়ায় শব্দের গুঞ্জন

ভ্রমরের মতো শিহরিত করে আমার এই তনুমন

হাওয়ার পরতে হাওয়া ভেসে যায় আমি কি কোথাও আছি!

আমাকে নিয়ে কি খেলা করে তবে ইতিহাস-কানামাছি?

কতবার বলি ‘একটু দাঁড়াও’ আমি অনন্তকাল

আমাকে ছুঁয়েই পার হয়ে যায় সময়ের মহাকাল।

সূত্র: ১৬ ডিসেম্বর, ২০০৯ সালের বিশেষ সংখ্যায় প্রকাশিত