বিজ্ঞাপন
default-image

আমার পুত্র

না তার নরম বাহু ধরতে দেয়

না তার ঠোঁটে চুমু ছড়িয়ে দিতে দেয়

আমার পুত্র

দুধের বদলে শরতের শাদা মেঘ ভালোবাসে

কেননা তার মাতৃজঠর ছাড়তে

সে সময় পেয়েছিল ষড়ঋতুর শরত্কাল

আমার পুত্র

তার জন্ম মুহূর্তের কাঁথাটাকে মূত্রসমেত আমার নাকে মেলে ধরল

আমি তার ইঙ্গিতময় ভাষাটাকে ঠিক বুঝে নিলাম

আমার পুত্র

সুদূরের কুয়াশাকে বজ্রপাতের মত উজালা করে দিল

আমি বুঝে ফেললাম তার অপার্থিব ক্ষুধার কান্না

আমার পুত্র

শীতের একটি মটর দানাকে তার ছোট্ট হাতে পুরে নিল

আমি বুঝে ফেললাম তার অমর ভবিষ্যতের নিগূঢ় রহস্য।