বিজ্ঞাপন
default-image

কাল, তুমি একে একে কেড়ে

নিয়েছো আমার

জীবনের যা ছিল পরম উপহার—

নির্মল শৈশব,

দুরন্ত কৈশোর আর

স্বপ্নের যৌবন।

সেই সব সোনালি দিনের

ঝালোমলো জলসায়

এমন বেহুঁশ ছিলাম যে

একবারও পড়েনি তোমার চোখে চোখ।

আজ ফিরে দেখি

জীবনের প্রতিটি পাতায়

লাল দাগে ঢেরাকাটা

তোমার স্বাক্ষর।

এতদিনে বুঝি

বাকি আছে যে ছিবেড়টুকু

যেকোনো দিন তা নিয়ে তুমি

ফেলে যাবে তোমার যাত্রার পথে

ছড়িয়ে ছিটিয়ে থাকা

অসংখ্য ভাগাড়ে।

তাহলে কি থাকবে না আমার কিছুই?

আমি তো শুধুই

রক্ত মাংস হাড় নই।

এ জীবন যার দান

যে আমাকে দিয়েছিল

আরও কিছু।

আমি সারাজীবন তা নিয়ে

করেছি যে কাজ

তার কিছু হিসাবনিকাশ

উঠবে না তোমার খাতায়?