বিজ্ঞাপন
default-image

কত যে খণ্ডিত হই রোজ

নিজেই শাধিনত

পথে যেতে যেতে কত অচেনা মুখের

সঙ্গে দেখা হয়, কিন্তু কথা না ব’লেই

যে যার গন্তব্যে চলে যাই। এই মতো

আচরণ নিন্দনীয় নয় ব’লে বিবেচিত মানব সমাজে।

পক্ষী সমাজের কিছু আচরণ ভিন্ন,

জানা আছে। ওরা

বস্তুত একলা নয়, দল বেঁধে চলে,

একত্রে আহার করে অবসর উপভোগ করে

মিলে মিশে এক জায়গায়। নিজেদের

মধ্যে মানুষের মতো খুনোখুনি করে না কখনো।

২৫/৩/২০০৪

সূত্র: ২৬ মার্চ ২০০৪ প্রথম আলোর "স্বাধীনতা দিবস" বিশেষ সংখ্যায় প্রকাশিত