বিজ্ঞাপন
default-image

নিজেকে শিক্ষিত বলে দাবি

করতে পারি কি এই বয়সেও? যদি

বলি, দু’তিনটি

ভাষার কতক বাক্য অর্থসমেত বলতে পারি,

লিখতেও পারি, মিথ্যা উক্তি হবে না তা।

সমাজের

কোনও কোনও স্তরে সম্মানের কিছু উপঢৌকন মিলবে বটে।

অথচ আমার প্রতিবেশী না হ’লেও

অচেনাও নয় যে পাখিটা

আমার নিঝুম বারান্দায় এসে বসে, চিড়া মুড়ি

দিলে মুখে তুলে নেয়, উড়ে চলে যায়

আমার অজানা কোনও জায়গায়। গায়ক পাখির

গীত সুধা পান করে তৃপ্ত হই, যদিও সুরের ভাষা নেই।

সূত্র: ২৬ মার্চ ২০০৪ প্রথম আলোর "স্বাধীনতা দিবস" বিশেষ সংখ্যায় প্রকাশিত