বিজ্ঞাপন
default-image

আমি আলফ্রেড আনন্দ দাস,

আমার বন্ধু মুহম্মদ আবদুস সালাম।

পরস্পরের অগোচরে আমরা দু’জন

আমাদের নিজ নিজ বুকের পিঞ্জরে

সৌদামিনীর নাম লিখিয়াছিলাম।

তাই নিয়ে হেলেনের ট্রয়যুদ্ধ শুরু।

তেষট্টি বছরব্যাপী যুদ্ধ শেষ হলে,

একদিন এক নেপোয় মারলো দই।

বুদ্ধপুত্র প্রমথেশ বড়ুয়ার সাথে

চন্দ্রমুখী সৌদামিনী পালালো সুনই।

তারপর তাহাদের কী হলো জানি না,

হয়তো ভালোই আছে সৌদামিনী।

দূর থেকে তারে আর কতটুকু জানি?

যা জানি, তা হলো মোটামুটি এ-ই;

সৌদামিনী আছে সৌদামিনীতেই।

আর আমরা দু’জন মজেছিনু যার প্রেমে,

আজও তার মুখখানি আমাদের বুকে

আঁঁকা আছে অজন্তায়, অনন্তের ফ্রেমে।

সূত্র: ১৬ ডিসেম্বর, ২০০৭ সালের বিশেষ সংখ্যায় প্রকাশিত