আমাদের রান্নাঘরগুলি থেকে উঠে আসে ধোঁয়া—
খাবারের স্বাদু গন্ধ আসে উঠে, কুয়াশাও ওঠে,
ধোঁয়াশায় মিলেমিশে একাকার হতে থাকে ক্রমে!
আজ বেশ বিকশিত রান্নাঘরকেন্দ্রিক চিন্তারা,
এরা পরস্পর মিত্র কি না বোঝা মুশকিল!
বৈরিতা বা সৌহার্দ্য এক্ষেত্রে বড় কথা নয়—
সুগন্ধি খাবার থেকে ঊর্ধ্বমুখী ধোঁয়ারা বিলীন;
উত্থিত ধোঁয়ারা বেশ স্বাস্থ্যবান এবং স্বাধীন!
বিজ্ঞাপন
স্বাধীনতাহীনতায় কুয়াশারও ক্ষয়-ক্ষতি খুব—
কৃষকেরও চাষবাস নিশ্চিতই ব্যাহত দারুণ।
অঘ্রাণের ধূমল সন্ধ্যায় ছায়াচ্ছন্ন মানুষের
চলাফেরা রূপকথা-জগতের মতো মনে হয়!
দু-একটি রাতপাখি ডেকে উঠে তছনছ করে
নৈঃশব্দ্যের হিমেল নিভৃতি;—সূর্য ওঠে অবশেষে\
১১/১২/২০০৭
সূত্র: ১৬ ডিসেম্বর, ২০০৭ সালের বিশেষ সংখ্যায় প্রকাশিত
বিজ্ঞাপন