বিজ্ঞাপন
default-image

তোমার বুকের মধ্যে যে সহন ও শেলতীব্রতা, সে ঘুম-ওম থেকে আমাকে সরিয়ে নিও না, সোনা। প্রিয় বাঘিনীর দিকে বাড়িয়ে দিলেম গলা, সে আমার কণ্ঠনালী ছিঁড়ে ফেলুক। ...তবুও তার তাপে পুড়ে যাক ঠোঁট, দাঁত, হাসি ও চিবুক। বৃশ্চিক জিহ্বায় চুষে নেবে সমস্ত উপদংশ; সে দাঁত দিয়ে কুটি কুটি করে দেবে। থাবার নখরে ফালা ফালা করে দেবে। সে ধ্বংস করে দেবে। মোমেনা, এসো-মরে যাই...

সূত্র: ১৬ ডিসেম্বর, ২০০৪ সালের বিশেষ সংখ্যায় প্রকাশিত