মানুষের পায়ে-পায়ে
মানুষের হাতে-হাতে
নখে-নখে ঝরুক হূিপণ্ড,
ডালে-ডালে পাতায়-পাতায়
সবুজাভ দিগন্ত পেরিয়ে
বিস্তারিত নির্জিত মাংসের ধুকপুক,
বিজ্ঞাপন
ঝরুক ঝরুক রক্ত শ্লেষ্মা ক্লেদ
এই বৃষ্টি এই রোদ ধানগুচ্ছে মাখামাখি
মাটির আড়ত ভেঙে সাগর-গর্জন,
হালের ফলায় অন্ত্রনালি
মাঠজুড়ে মাটির চাঙড়,
স্বপ্নবীজ মাথা তোলে ত্বক ফেঁড়ে লোমরাজি, ঘাস;
আশীর্বাদ করে যান পিতা
হে মাতা ধরণি, মাতৃস্তনে
চালিয়েছে বিষাক্ত খঞ্জর,
বিজ্ঞাপন
আমি পুত্র, আজ ভোরে মুখোমুখি অন্তিম যাত্রায়,
অতঃপর হাঁটছি পাশাপাশি, চতুর্দিকে
লোবানের পুষ্প ও পাপড়ির আরাধনা, আর্তনাদ!
সূত্র: ১৬ ডিসেম্বর, ২০০৭ সালের বিশেষ সংখ্যায় প্রকাশিত