ঠক ঠক করে কী বোর্ড টিপে লিখতে লিখতে
অনেক লেখার পর
যেই টিপেছি থ
অমনি বেঁকে গেল একটি লাইন
সোজা করতে গিয়ে কী যে হলো
অদৃশ্য হয়ে গেল সবকিছু
তখন
কী আর, ‘পুনরারম্ভ’ হোক
কিন্তু
আবার আরম্ভ হতে দেখা গেল
অন্তত বিশটি পঙিক্ত নেই
সবশেষের সবচেয়ে পাগল লাইনগুলি
বিজ্ঞাপন
যন্ত্রটিকে বললাম,
ডুব দাও তুমি তোমার গভীর পাতালে
কিংবা উঠতে হলে ওঠো এক লক্ষ মাইল মহাশূন্যে
খোঁজো খোঁজো
যন্ত্র খুঁজল, খুঁজল, খুঁজল
খুঁজে বলল, নেই
দুস সালা যন্ত্র শব্দখাকি, খুনিহারামি, সিরিয়ালকিলার
বলে
লাথি মেরে অন্ধকার করে দিলাম সবকিছু
বিজ্ঞাপন
তারপর কাঁদতে বসে গেলাম
না, বললাম, আমি একটু কেঁদে নিই
অপরাজিতা-তৃপ্তির মতো বললাম,
আপনারা একটু বসুন, আমি একটু কেঁদে...
মগজ সিপিইউ হতে সেই থেকে অদ্ভুত কম্যাণ্ড:
রিপ্লেস রিপ্লেস
সূত্র: ২৬ মার্চ ২০০৪ প্রথম আলোর "স্বাধীনতা দিবস" বিশেষ সংখ্যায় প্রকাশিত