বিজ্ঞাপন
default-image

জিন্দাবাজারে হাঁটতে হাঁটতে চারমুখের রাস্তাগুলি চারদিকে চলে যায়, আমার বন্ধু কথা বলে রহস্য করে, রহস্যপ্রিয় বন্ধু আমার ডান দিকে ফেরে, বলে,

যাই, কাল ভোরে যাবো, কোথায় যাবে কার কাছে কার নরোম বৃষ্টিধোয়া পায়ের পাতায় ছড়াবে বরফ কুচি, তার প্রশ্ন করে লাভ নেই, বরফপ্রিয় বন্ধু আমার কালো পিচের দিকে তাকিয়ে প্রশ্ন ফিরিয়ে দেয়, ভ্রূর ফাঁকে অবাক জ্যোত্স্না ডুকরে ডুকরে কাঁদে,

মনে হয় এমন ঘন শ্যামল সিলেটে কোথায় শূন্যতা, এই খোঁজে আরো একবার সুরমা ধারে যাবো।

সূত্র: ২৬ মার্চ ২০০৩ প্রথম আলোর "স্বাধীনতা দিবস" বিশেষ সংখ্যায় প্রকাশিত