বিজ্ঞাপন
default-image

বড় সব মঞ্চে ওঠে বড় বড় অভিনেতা-মুখ

ওসময়ে খুব বেশি গীতবাদ্য হয়,

আলো থাকে ভীষণ জোরালো;বড় সব মঞ্চে ওঠে বড় বড় অভিনেতা-মুখ

ওসময়ে খুব বেশি গীতবাদ্য হয়,

আলো থাকে ভীষণ জোরালো;

মঞ্চ জুড়ে দাপিয়ে বেড়ায় ওরা, সজ্জিত সিংহাসনও থাকে,

বহু আগে পাইক-পেয়াদারা নীরবে কুর্নিশ করে

দূরে দূরে বৃত্ত করে ঘিরে রাখে ছায়াকে তাদের।

নির্দেশক, প্রিয় অভিনেতা নাটমঞ্চে উঠবার আগে

এসব ব্যাপারে আলো আর সঙ্গীত বিষয়ে যারা

দায়িত্বে রয়েছে, তাদের নির্দেশ দেন।

এভাবেই অভিনেতা হয়ে ওঠে জাদুকর,

জাদুসের্শ সেও কিন্তু ভুলে যায় অভিনয়-শেষে

মুখ থেকে টান দিয়ে খুলে নিতে নিজের মুখোশ।

সূত্র: ২৬ মার্চ ২০০৩ প্রথম আলোর "স্বাধীনতা দিবস" বিশেষ সংখ্যায় প্রকাশিত