গূঢ় অভিমান পুষে, বক্ষ সঞ্চালন হবে,
অসুখের ভয়ে নিমবৃক্ষ রেখেছি বিহ্বল হতে,
কিশলয় ছুঁয়ে যেও।
বিজ্ঞাপন
ভাষার টানেও ছিঁড়ে গেছো লাগামে,
তামাম রসের লোভে শুষে ওঠো গান,
শেকড়ে.... গহ্বরে
ক্ষীণ বিশ্রাম কুণ্ডলী করো গর্ভে নিতে-
অতিক্রমে ভালো গেঁথেছিলে-জড়তা কাটাতে ভিতুচ্ছলে...
সূত্র: ২৬ মার্চ ২০০৩ প্রথম আলোর "স্বাধীনতা দিবস" বিশেষ সংখ্যায় প্রকাশিত
বিজ্ঞাপন