বিজ্ঞাপন

তাই যা কিছু এখন আমি উচ্চারণ করি

ভেঙেচুরে হয়ে যায়-কুষ্টিয়া, কুষ্টিয়া

কুষ্টিয়ার সঙ্গে কবিতার যোগাযোগটাই সবচেয়ে সহজ

তবু বুঝেসুঝেই রবীন্দ্রনাথ ভুসিমালের আড়তদারি

শুরু করেছিলেন এই চিকন শহরে

এবং আমি বন্ধু আবুল আহসান চৌধুরীর আহ্বানে

কুয়াশার মধ্যে গিয়ে পৌঁছেছিলাম একদিন

ভালোবাসার কাছে যাওয়ার পথ যেমন দুস্তর এবং ভয়ঙ্কর

তেমনি মসৃণও কম নয়

তবে আমি মনে করি আটঘাট বেঁধে প্রস্তুতি নিয়ে যাবার

কোনো প্রয়োজন নেই।

যে পথেই যেতে চান পা বাড়িয়ে দিন

চিরকালের আরশিনগরের অচেনা পড়শির সঙ্গে পথের দূরত্ব

উপভোগ করাটা মন্দ লাগবে না।

রেলপথ স্থলপথ কিংবা আকাশপথ

সব পথেই ফুল ও পাখির নামের মতো ফুটে আছে

বিচিত্র সব স্টেশনের নাম

এক স্টেশনের নাম লালন শাহ

এক স্টেশনের নাম রবীন্দ্রনাথ

উচ্ছন্ন এবং মন খারাপ করা এক স্টেশনে

আমরা পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলেছিলাম

গায়ে গতরে খদ্দরের পাঞ্জাবিতে আবুল আহসান চৌধুরী

সব সময়ই মেঘ ছাড়িয়ে গিয়ে আকাশ ছুঁই ছুঁই

অনেকদিন পর কুষ্টিয়ার কথা মনে পড়তেই

ঝট করে মনে পড়ে গেল আমার

সকালবেলার তরতাজা টাটকা কয়েকটা জুঁইয়ের কথা

যা আমি কুড়িয়ে পেয়েছিলাম বন্ধু আবুল আহসান চৌধুরীর

গদ্যের ভিতরে অতিদূর অন্বেষার কুয়াশায়...

আসলে ভালোবাসা এবং কবিতার দিকে যাওয়ার পথে

ফড়িং এবং পাখিদের সহযোগিতা আপনি চাইলেও পাবেন

না চাইলেও পাবেন...।

সূত্র: ২৬ মার্চ ২০০৩ প্রথম আলোর "স্বাধীনতা দিবস" বিশেষ সংখ্যায় প্রকাশিত