বিজ্ঞাপন
default-image

তুমি কি বাংলার পাখি, তুমি কি বাংলার কোনো ফুল

বাংলার আকাশ তুমি, তুমি কি বাংলার নদীকূল?

তোমার চোখের দিকে চেয়ে দেখি মায়াভরা ধান

হূদয়ে তোমার শুনি চর্যাপদের এই গান,

তুমি কি বাংলার পাখি, চেনো এই বাংলা অক্ষর

মধুমতি. শীতলক্ষ্যা, এখানে বেঁধেছো তুমি ঘর,

তোমার বুকের মাঝে ষড়ঋতু, উথাল শ্রাবণ

এসেছে বাংলার পাখি এইখানে শান্তিনিকেতন।

তুমি কি বাংলার ফুল, গন্ধে তাই ফোটে সন্ধ্যাতারা

সহস্র বছর যেন এইভাবে নামে বৃুিষ্টধারা,

ভেজে এই দুই চোখ, ভেজে গীতবিতানের পাতা

তোমার বুকের মাঝে অভিধান, কবিতার খাতা;

তুমি কি বাংলার ফুল, তুমি কি বাংলার এই পাখি

বাংলা অক্ষর তুমি, তোমাকে বাঙালি নামে ডাকি।

সূত্র: ২৬ মার্চ ২০০৩ প্রথম আলোর "স্বাধীনতা দিবস" বিশেষ সংখ্যায় প্রকাশিত