বিজ্ঞাপন
default-image

বস্তুত বাহনই সত্য

গঞ্জের স্টিমার দেখে তাকে ভয় কর অথবা সমীহ কর

তার পবিত্রতাকে

কেন না যে কোনো ভিড়েই সে তোমার চেয়ে অধিক সত্য

তুমি অতিবাহিত কর ভোর আর সে তোমাকে...

ক্লোজ শট ২০০২

এখানে সরপুঁটির জীবনে উড়ছে বক! আহা, নাভী

নীল করা বক!

আর রক্তাক্ত ঘা নিয়ে ফাঁকা ফাঁকা মাঠ

কোথায় গিয়ে যে পড়ছে!

সেতুর ওপর পানকৌড়ি, বালিহাঁস, জংলিকাক

উপহাস করছে...

ফিরে আসার পদ্য

যে ভাই হারিয়ে গেছে-যে ভাই পালিয়ে গেছে,

তাকে আজ ফিরে আসতে দেখলাম উনুনের পাশে

তদ্রূপ নদীকে যেভাবে চাও নদী সেভাবেই পরিচিত হবে

যেহেতু নদীর ভার, ইতিবৃত্ত, মানুষের মধ্যে বাঁচে...

সূত্র: ২৬ মার্চ ২০০৩ প্রথম আলোর "স্বাধীনতা দিবস" বিশেষ সংখ্যায় প্রকাশিত