default-image

আজকাল কিছুতেই তোমাদের দৃষ্টি নিবদ্ধ হয় না

ওপরে-

তোমাদের ঘাড় সবসময় ঝুঁকে থাকে নিচে;

অথচ সৌন্দর্যের অধিষ্ঠান নিচে নয়-

যতবার সেদিকে তাকাতে যাও

দৃষ্টি ফিরে আসে নিজেদেরই নতমুখি অবয়বে,

বিজ্ঞাপন

চেতনা ও বিবেক বিদ্ধ করে কিনা এই প্রবণতা

তা বোঝারও হূদয় নির্বাসন দিয়েছ দীর্ঘকাল!

অন্ধকার ভুবনের বাসিন্দাদের বোধহয় এ রকমই হয়-

আলোর দিকে চোখ তুলে তাকাতে পারে না তারা;

মেঘ ডাকলে

ময়ূরের মনোরম পেখম তাদের দেখা হয় না,

ময়ূরের কুিসত পা দুটো

তাদের দৃষ্টির স্বচ্ছতা কেবলই ঘোলা করে দিতে থাকে।

বিজ্ঞাপন