ছোট্ট আনারিতা মত্স্যকন্যা হবে,
ভীষণ ইচ্ছে তার।
জননী ফ্লোরা হেসেই কুটিকুটি।
বিজ্ঞাপন
আনারিতা ছোট্ট বালিহাঁস—
নাচতে নাচতে মাঝনদীর দীপ্তা-তরঙ্গিনী।
জলদেশের রাজপ্রাসাদে
আলো, শুধু আলোর মুক্তো-মানিক।
বিজ্ঞাপন
রাজপুত্রের ময়ূরপঙ্খী
বাণিজ্য-মৃগয়ায়।
ছোট্ট আনারিতা এখনো সাঁতার শেখেনি।