বিজ্ঞাপন
default-image

একাত্তরের ২৫ এপ্রিল সকাল ৯টা। পাকিস্তানি সেনারা নওগাঁর রানীনগর উপজেলার ছোট যমুনা–তীরবর্তী আতাইকুলা পালপাড়া গ্রামে পৈশাচিক হামলা চালায়। কয়েকটি দলে ভাগ হয়ে পুরো গ্রাম ঘিরে ফেলে তারা। হানাদারেরা বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন বয়সী নারীদের ওপর চালায় নির্যাতন। এরপর গ্রামের সব পুরুষকে ধরে এনে সুরেশ্বর পালের বাড়ির আঙিনায় জড়ো করে তাঁদের ওপর তারা দিনভর চালায় পাশবিক নির্যাতন। লুটপাট ও বাড়িঘরে আগুন দেয়। শেষ বিকেলে ঘাতক সেনারা ৮০ জনকে সারিবদ্ধভাবে দাঁড় করে গুলি চালায়। বাড়ির আঙিনা ভেসে যায় রক্তে। ঘটনাস্থলে ৫২ জন মারা যান। তাঁদের মধ্যে ছিলেন চিকিৎসক প্রমথনাথ পাল।

মুক্তিযুদ্ধকালে শহীদ প্রমথনাথ অনন্য ভূমিকা পালন করেন। গ্রামের পাশের কুজাইল বাজারে ছিল তাঁর চেম্বার ও ওষুধের দোকান। বিপদ হতে পারে জেনেও বাড়িতে গোপনে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের তিনি চিকিৎসা দিতেন। তাঁদের ওষুধ–পথ্য ও টাকা দিয়ে সাহায্য করতেন। রাজাকারেরা এসব তথ্য তাদের প্রভু হানাদার সেনাদের জানিয়ে দেয়।

আতাইকুলা পালপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে ১৯১৬ সালে প্রমথনাথ পালের জন্ম। বাবা কৃষ্ণ চন্দ্র পাল ও মা মেনুকা সুন্দরী। রানীনগরের কাশিমপুর স্কুলে প্রাথমিক ও রানীনগর হাইস্কুল থেকে মাধ্যমিক পাস করেন তিনি। ১৯৩৪ সালে প্রমথনাথ কলকাতা থেকে পল্লিচিকিৎসা কোর্স সম্পন্ন করে নিবন্ধন নেন। এরপর নিজের গ্রামে ফিরে ১৯৩৬ সালে তিনি চিকিৎসকের পেশা শুরু করেন। স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে রেখে তিনি শহীদ হন। স্বাধীনতার পর ১৯৭৩ সালে তাঁর স্ত্রী ও সন্তানেরা কলকাতায় চলে যান। এখন তাঁরা কেউ বেঁচে নেই।

শহীদ বুদ্ধিজীবীদের সম্পর্কে তথ্য চেয়ে প্রথম আলোতে বিজ্ঞাপন ছাপা হলে চিকিৎসক প্রমথনাথ সম্পর্কে তথ্য ও ছবি পাঠান নওগাঁর সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘একুশে পরিষদে’র সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আল মেহমুদ। একুশে পরিষদের প্রকাশিত একাত্তরে নওগাঁর শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে মাঠপর্যায়ের গবেষণা গ্রন্থ রক্তঋণ ১৯৭১: নওগাঁ শিরোনামের বইতে শহীদ প্রমথনাথের জীবনী ও মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদানের কথা উল্লেখ রয়েছে। এরই সূত্রে অনুসন্ধান করা হয়।

১৯৯৮ সালে রানীনগর উপজেলা প্রশাসন ও শহীদ পরিবারের উদ্যোগে আতাইকুলা গণকবরে শহীদ স্মৃতিফলক নির্মাণ করা হয়। সেখানে প্রমথনাথ পালসহ ৫২ শহীদের নাম রয়েছে। প্রতিবছর ২৫ এপ্রিল ওই গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদ পরিবারের সন্তানসহ স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা।

গ্রন্থনা: ওমর ফারুক, নওগাঁ