বিজ্ঞাপন
default-image

ভারত সফররত আরব স্কাউট দলের সভাপতি এবং মিসরের সাবেক উপমন্ত্রী আলী হাফিজ ২২ আগস্ট পশ্চিমবঙ্গ রাজ্যের ২৪ পরগনা জেলার বনগাঁর শরণার্থীশিবির পরিদর্শন করেন। এরপর কলকাতায় ফিরে সাংবাদিকদের তিনি বলেন, পূর্ব বাংলার মানুষের ওপর যে নির্মম অত্যাচার হয়েছে, এমন মর্মস্পর্শী অভিজ্ঞতা অতীতে তাঁর কখনোই হয়নি। শরণার্থীদের যারা এ পরিস্থিতির মধ্যে টেনে এনেছে, তাদের মধ্যে মানবিকতার লেশমাত্র নেই।

মাদ্রাজে এদিন নিখিল ভারত সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের পঞ্চম বার্ষিক সম্মেলনে
অবিলম্বে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার জন্য ভারত সরকারকে অনুরোধ জানানো হয়। সম্মেলনে নেওয়া সিদ্ধান্তে বলা হয়, এ সম্মেলন বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামকে সম্পূর্ণ সমর্থন করে।

বাংলাদেশ সাহায্য তহবিলের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের খড়গপুরে আইএফএ একাদশ এবং ইস্ট বেঙ্গল ক্লাবের মধ্যে এক প্রদর্শনী ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলা ৩-৩ গোলে অমীমাংসিত থাকে। খেলা দেখার জন্য বিপুলসংখ্যক মানুষ স্টেডিয়ামে সমবেত হয়।

ব্রিটেনের বার্মিংহামের বাংলাদেশ অ্যাকশন কমিটির সভাপতি জগলুল পাশা পশ্চিমবঙ্গে আশ্রয় গ্রহণকারী অসহায় বাঙালিদের সাহায্যার্থে ৬ হাজার ৬০০ পাউন্ডের একটি চেক যুক্তরাজ্যে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার আপা পন্থের হাতে অর্পণ করেন।

পাকিস্তান পিপল পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো এই দিন বলেন, জনগণ পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) হাতে ক্ষমতা হস্তান্তর দেখতে চায়। আওয়ামী লীগ বেআইনিঘোষিত হওয়ার পর তাঁর দল এখন কেবল পাকিস্তানের বৃহত্তম দলই নয়, বরং জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ দল।

মুক্তিবাহিনীর গেরিলা অভিযান

২২ আগস্ট নোয়াখালী জেলার সেনবাগে কাজীরহাট বাজারে মুক্তিবাহিনীর একটি বড় দল পাকিস্তান সেনাবাহিনীর একটি বড় দলকে আক্রমণ করে। সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দুই পক্ষে তুমুল যুদ্ধ হয়। যুদ্ধে বেশ কয়েকজন পাকিস্তানি সেনা ও রাজাকার নিহত হয়। পাঁচজন মুক্তিযোদ্ধা শহীদ ও কয়েকজন আহত হন।

ফেনীর সোনাগাজীর রাস্তায় মুক্তিবাহিনীর আরেকটি গেরিলা দল অ্যান্টিট্যাংক মাইন পেতে পাকিস্তানি সেনাদের একটি দলকে অ্যামবুশ করে। মাইনের বিস্ফোরণে ও গেরিলাদের গুলিবর্ষণে পাকিস্তানি সেনাদের তিনটি ট্রাক ক্ষতিগ্রস্ত এবং কয়েকজন পাকিস্তানি সেনা ও রাজাকার হতাহত হয়। মাইন বিস্ফোরণের পর পাকিস্তানি সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের প্রায় এক ঘণ্টা যুদ্ধ হয়। যুদ্ধের পর মুক্তিযোদ্ধারা নিরাপদে নিজ ঘাঁটিতে ফিরে যান।

ব্রাহ্মণবাড়িয়ায় একদল গেরিলা মুক্তিযোদ্ধা শালদানদী এলাকায় পাকিস্তানি বাহিনীর একটি প্রতিরক্ষাঘাঁটির ওপর হামলা চালান। এ আক্রমণে কয়েকজন পাকিস্তানি সেনা হতাহত হয়।

রাজশাহী জেলার চারঘাট থানায় মুক্তিবাহিনীর একটি দল মীরগঞ্জ সীমান্তঘাঁটি আক্রমণ করে। মুক্তিযোদ্ধাদের অতর্কিত আক্রমণে সেখানে অবস্থানরত কয়েকজন পাকিস্তানি সেনা হতাহত হয়।

পাকিস্তান সেনাবাহিনীর নির্বিঘ্ন চলাচল ব্যাহত করার জন্য শেরপুর জেলায় মুক্তিবাহিনীর কয়েকটি দল মিলে এই দিন নালিতাবাড়ী সেতু ধ্বংস করে।

সূত্র: বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ: সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর এক, দুই, সাত ও এগারো; মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি: যুক্তরাজ্য, আবদুল মতিন, সাহিত্য প্রকাশ, ঢাকা; দ্য গার্ডিয়ান, ২৩ আগস্ট, ১৯৭১; দৈনিক পাকিস্তান, ২৪ আগস্ট ১৯৭১; আনন্দবাজার পত্রিকাযুগান্তর, ভারত, ২৩ ও ২৪ আগস্ট ১৯৭১

গ্রন্থনা: রাশেদুর রহমান