বিজয়ের মাস

বিজয়ের ডিসেম্বর দেশে দেশে

সুদান: আফ্রিকায় স্বাধীনতার প্রথম সূর্যোদয়

সুদান ছিল সাব–সাহারা আফ্রিকার প্রথম দেশগুলোর একটি, যারা ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে নিজেদের স্বাধীনতা ঘোষণা করেছিল।

সুদানের জাতীয় পতাকা

বিজয়ের ডিসেম্বর দেশে দেশে

ভিয়েতনাম: ‘আকাশের দিয়েন বিয়েন ফু’ বিজয়

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যেমন আমরা পাকিস্তানি বাহিনীর আধুনিক অস্ত্রের বিরুদ্ধে গেরিলা যুদ্ধে জয়ী হয়েছিলাম, ভিয়েতনামের এই আকাশ বিজয়ও সেই একই বার্তা দেয়।

ভিয়েতনামের জাতীয় পতাকা

বিজয়ের ডিসেম্বর দেশে দেশে

মঙ্গোলিয়া: চেঙ্গিস খানের উত্তরাধিকারের পুনরুত্থান

মঙ্গোলিয়াকে আরও অনেক চড়াই-উতরাই ও বিদেশি হস্তক্ষেপ মোকাবিলা করতে হয়েছে, কিন্তু ১৯১১ সালের এই দিনটিই ছিল আধুনিক মঙ্গোলিয়ার ভিত্তি।

মঙ্গোলিয়ার উলানবাটোরে বোগদ খান ন্যাশনাল পার্কে স্থাপিত বোগদ খানের ভাস্কর্য

বিজয়ের ডিসেম্বর দেশে দেশে

নেপাল: হিমালয়ের বুকে জনতার বিজয়

২০০৭ সালের ২৮ ডিসেম্বর নেপালের অন্তর্বর্তীকালীন সংসদে ভোটাভুটিতে সিদ্ধান্ত হয় যে নেপাল হবে একটি ‘ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক’ বা যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র।

নেপালের জাতীয় পতাকা

মুক্তিযুদ্ধের সাক্ষী

যাঁদের সঙ্গে কাজ করতাম, তাঁরা সবাই প্রাণ হারালেন

আমার দায়িত্ব পড়ল, মুক্তিযোদ্ধাদের খাল পার করে দিতে হবে। একটি তালগাছ দিয়ে বানানো কোশা নৌকা দিয়ে দুজন দুজন করে পার করতে শুরু করলাম।

যাঁদের সঙ্গে কাজ করতাম, তাঁরা সবাই প্রাণ হারালেন
বিজ্ঞাপন

বিজয়ের ডিসেম্বর দেশে দেশে

চেক প্রজাতন্ত্র: যুদ্ধ নয়, বন্ধুত্বেই বিচ্ছেদ

ডিসেম্বরের এ সময়টি চেক প্রজাতন্ত্রের মানুষের কাছে এক মিশ্র অনুভূতির দিন। এটি তাদের মনে করিয়ে দেয় যে জোর করে একত্রে থাকার চেয়ে সম্মানের সঙ্গে আলাদা হওয়া অনেক শ্রেয়।

চেক প্রজাতন্ত্রের জাতীয় পতাকা

মুক্তিযুদ্ধের সাক্ষী

লাশের পাশে শুয়ে থাকলাম

চারদিক থেকে আক্রমণ শুরু হলো। শহরে আগুনের কুণ্ডলী। সঙ্গে সঙ্গে লোকজন সৈয়দপুর শহরে প্রবেশ করতে শুরু করল।

লাশের পাশে শুয়ে থাকলাম

জয়ের ডিসেম্বর দেশে দেশে

স্লোভেনিয়া: ব্যালট বিপ্লবে স্বাধীনতার রায়

১৯৯১ সালের জুনে স্লোভেনিয়াকে স্বাধীনতার জন্য সংক্ষিপ্ত ‘১০ দিনের যুদ্ধ’ করতে হয়েছিল, কিন্তু মানসিক বিজয় অর্জিত হয়েছিল ২৬ ডিসেম্বরের গণরায়ের মাধ্যমেই।

স্লোভেনিয়া এখন স্বাধীন, এই শিরোনাম ছিল ১৯৯১ সালের জুনে প্রকাশিত সংবাদপত্রে

মুক্তিযুদ্ধের সাক্ষী

প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হলো গ্রেনেড

একটি খুঁটিতে তিনটি গ্রেনেড রশি দিয়ে প্যাঁচানো। দেখেই বুঝলাম, গ্রেনেডগুলো মুক্তিযোদ্ধাদের মারতেই বেঁধে রেখেছে পাকিস্তানি বাহিনী।

প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হলো গ্রেনেড

বিজয়ের ডিসেম্বর দেশে দেশে

তাইওয়ান: আইনের শাসনের বিজয়

আজকের আধুনিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ তাইওয়ানের ভিত্তি ১৯৪৬ সালের ২৫ ডিসেম্বরেই রচিত হয়েছিল, চীনের সংবিধান গৃহীত হওয়ার মধ্য দিয়ে।

তাইওয়ানের পতাকা

বিজয়ের ডিসেম্বর দেশে দেশে

জাপান: ধ্বংসস্তূপ থেকে শান্তির শিখরে

দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা ও নাগাসাকির ধ্বংসলীলার পর জাপান ছিল এক মৃত্যুপুরী। কিন্তু সেই ছাইভস্ম থেকেই ফিনিক্স পাখির মতো জেগে ওঠে দেশটি।

জাপানের জাতীয় পতাকা

বিজয়ের ডিসেম্বর দেশে দেশে

হাঙ্গেরি: স্বাধীনতা যখন বারবার ফিরে আসে

হাঙ্গেরির ক্যালেন্ডারে আনুষ্ঠানিক জাতীয় দিবস বা বিপ্লব দিবস ভিন্ন তারিখে পালিত হয়, কিন্তু ডিসেম্বর মাস তাদের ইতিহাসে মুক্তির এক সন্ধিক্ষণ হিসেবে চিহ্নিত।

হাঙ্গেরির জাতীয় পতাকা
বিজ্ঞাপন

বিজয়ের ডিসেম্বর দেশে দেশে

ফিলিপাইন: ল্যাপু-ল্যাপুর তলোয়ারে ঔপনিবেশিকতার প্রথম পরাজয়

১৫২১ সালে ফিলিপাইনের মাকতান দ্বীপের সর্দার ল্যাপু-ল্যাপু স্প্যানিশ ঔপনিবেশিক শক্তির কাছে মাথা নত করতে অস্বীকার করেন। তাঁর কৌশলী আক্রমণে ম্যাগেলান নিহত হন ও তার বাহিনী পিছু হটতে বাধ্য হয়।

ফিলিপাইনের জাতীয় পতাকা

বিজয়ের ডিসেম্বর দেশে দেশে

ম্যাকাও: ঘরে ফেরার আনন্দ

ম্যাকাওয়ের এই বিজয় ছিল কূটনীতির বিজয়। ‘এক দেশ, দুই নীতি’ ব্যবস্থার আওতায় ম্যাকাও তার নিজস্ব আইনি ও অর্থনৈতিক ব্যবস্থা বজায় রাখার অধিকার পায়।

ম্যাকাওয়ের জাতীয় পতাকা।

বিজয়ের ডিসেম্বর দেশে দেশে

মিসর: সুয়েজ খালের তীরে সাম্রাজ্যবাদের পতন

১৯৫৬ সালে মিসরীয়দের প্রতিরোধে ব্রিটিশ ও ফরাসি সেনাদের সুয়েজ খাল এলাকা ছেড়ে যাওয়া ছিল আধুনিক আরব জাতীয়তাবাদের এক বড় উত্থান।

মিসরের জাতীয় পতাকা
বিজ্ঞাপন