ঢাকা, ১৫ ডিসেম্বর, ১৯৭১, ০৫০০ জেড
৫৬৪৩.১ সহকারী সেক্রেটারি জেনারেল পল মার্ক হেনরি চেয়েছেন যাতে আমি তাঁর পক্ষ থেকে পাঠানো নিচের বার্তাটি (একেবারে অক্ষরে অক্ষরে নয়) এসওয়াইজির কাছে (জাতিসংঘের মহাসচিব) পৌঁছানোর ব্যবস্থা করি।
বার্তার শুরু: গভর্নর মালেক ও জেনারেল ফরমান আলীর তরফে আমাকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের দৃঢ় প্রত্যাশা যে, পূর্ব পাকিস্তানে পারস্পরিক হানাহানির অবসান হোক। এ উদ্দেশ্যে ভারত সরকারের সঙ্গে আশু যুদ্ধবিরতির আয়োজন আশা করছেন তিনি—অন্তত দুই ঘণ্টার জন্য হলেও, যাতে উভয়পক্ষের সংশ্লিষ্ট সেনানায়কেরা আলোচনায় বসতে পারেন। প্রেসিডেন্ট পাকিস্তানি সৈন্যদের জন্য সম্মানজনক শর্ত এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা আশা করছেন। এর কী মূল্য না জেনেই বার্তাটি আমি আপনাকে পাঠাচ্ছি, যেহেতু যাচাই করার কোনো স্বতন্ত্র ব্যবস্থা আমার নেই। বার্তা সমাপ্ত।
স্পিভাক
হার্বার্ট ডি স্পিভাক, ঢাকাস্থ মার্কিন কনসাল জেনারেল (জুন ১৯৭১-সেপ্টেম্বর ১৯৭২)
সূত্র: ১৬ ডিসেম্বর, ২০০৭ সালের বিশেষ সংখ্যায় প্রকাশিত