বিজ্ঞাপন
default-image

বাংলাদেশের কাহিনী

সে তো আইনপ্রসূত আদেশ পালনে সিদ্ধ

অন্ধদের হাতে

নতুন করে গড়া সেই প্রাচীন কাহিনী

যে আইনের ওপর নির্ভরশীল জাতিসমূহ

যে আইন মাতৃভূমির জন্য দাবি করে আত্মত্যাগ।

কোরাস :

বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ

বাংলাদেশ

পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যায়

লক্ষ মানুষ নিহত হয় বাংলাদেশে

আমরা পাশে দাঁড়িয়ে দেখি;

ক্রুশবিদ্ধ পরিবার, কিশোরী মাতার অসহায় শূন্য দৃষ্টি

তার শিশু লড়াই করছে ঝড়-বৃষ্টি আর কলেরার সাথে।

ছাত্রাবাসে সন্ত্রাস

বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা খুন হচ্ছে সৈনিকের হাতে,

নিদ্রামগ্ন ছাত্ররা তাদের বিছানায় সৈনিকের গুলিতে

ভয়ার্ত চিত্কার, হিমঠাণ্ডা পরিবেশে, রক্তাপ্লুত বিছানা বালিশ।

কোরাস :

বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ

বাংলাদেশ

ফৌজি অফিসারের রক্তদানের আহ্বান

কী অদ্ভুত শোনায়-স্বেচ্ছায় রক্তদান

ওরা অনেক করেছে, দিয়েছে শরীরের প্রতিটি রক্তকণা

আঘাত কিংবা রক্তপাতের বেদনাকে

গ্রাহ্য করেনি কখনো।

তাই তো বাংলাদেশের কাহিনী

সে তো আইনপ্রসূত আদেশ পালনে সিদ্ধ

অন্ধদের হাতে

নতুন করে গড়া সেই প্রাচীন কাহিনী

যে আইনের ওপর নির্ভরশীল জাতিসমূহ

যে আইন মাতৃভূমির জন্য দাবি করে আত্মত্যাগ

অনুবাদ : মফিদুল হক

সূত্র: ১৬ ডিসেম্বর, ২০০৩ সালের বিশেষ সংখ্যায় প্রকাশিত