এল একদিন বন্ধু আমার
চোখভরা তার ধু ধু হাহাকার
বলে গেল, চাই শুধু সহায়তা
দেশ তার আজ ধুঁকে ধুঁকে মরে
বেশি কিছু আমি জানতে চাই না
শুধু বুঝি কিছু করে যেতে হবে
মিনতি জানাই সকলের কাছে :
এসো না বাঁচাই কয়েকটি প্রাণ
বাংলাদেশ...বাংলাদেশ
বিজ্ঞাপন
কত শত কত সহস্র লোক
মরে নিরন্ন
সকলই ধ্বস্ত, সবই ধুলিকণা
কখনো দেখিনি এমন যাতনা
হাতে বাঁধো হাত প্রতি জনে জনে
আর রাখো মনে
বাংলাদেশের ওই মুখগুলো
বাংলাদেশ...বাংলাদেশ
কেন অকারণ
এত দুর্যোগ
সকলই ধ্বস্ত, সবই ধুলিকণা
দেখিনি কখনো এমন যাতনা...
অনুবাদ : সাজ্জাদ শরিফ
বিজ্ঞাপন