বন্ধু যখন
জীবন-মরণ সীমানায়
সাশ্রু নেত্রে
সকল কিছুই দোদুল্যমান,
গাছপালা নদীনালা
দুলে উঠছে মুহুর্মুহু
বিজ্ঞাপন
ডাক্তার, নার্স, হাসপাতাল-গন্ধে
ভেতরটা অন্ধকার
বন্ধুর উপস্থিতি সর্বদাই
আলোকোজ্জ্বল—
তোমার মাথার কাছে
অন্ধকার হয়ে দাঁড়িয়ে রয়েছি
আলোয়-আলোয়
ঝলমলে করে আমার জীবন ...
সূত্র: ১৬ ডিসেম্বর, ২০০৯ সালের বিশেষ সংখ্যায় প্রকাশিত
বিজ্ঞাপন