default-image

চরাচর,

আকড়ে ধরছে ঢেউ;

জন্ম, কচুরিপানার!

খ.

ব্রীড়াচ্ছলে

শ্যাওলার শরীর বেয়ে জ্যোত্স্না, জল;

চ্যাং ভাবে, ঠুকরে দেখা যাক!

গ.

চোখে জল,

কাঁপছে হাত, শরীর শরীর;

মৃত্যুও জন্মের মতো দুরারোগ্য নয়!

বিজ্ঞাপন

ঘ.

ধূপধুনো,

একটি বেসামাল ঘর;

ঠিক, ঠিক, ডাকে টিকটিকির কাঁকাল!

ঙ.

বাবা নেই, মাও নেই,

ভিক্ষা চাইছে, দাও আলো;

পৃথিবীটা অনাথ বালক!