default-image

দাঁড়াতে চায় না কেউ আমার ছায়ার কাছে। যদি পুড়ে যায়

পুড়ে পুড়ে যদি খাক হয়ে যায়। যদি ছাই...। ভগ্নপরমাণু

ফুলে-ফুলে, ফলে-ফলে দেখা নেই, দেখা নাহি পায়

আজকাল কেউ আর প্রথম দুয়ার খুলে করে না বপন

ইচ্ছের আনন্দদ্যুতি। যারা ছিল একদিন প্রাণের দোসর

অচেনার চেয়েও বড় বেশি পর হয়ে গেছে। শুধু অবজ্ঞায়

কেউ কি বিলুপ্তি চায়! হোক না তা প্রতিষ্ঠার ব্যর্থ প্ররোচনা

অসার আনন্দ হোক, প্রবল রক্তের ধকে শুধু অন্ধকার

সোনালি সঞ্চয়গুলো স্থিতি চায়, স্থিতি চায় স্থিতি চায় আরো

সনির্বন্ধ স্বপ্নগুলো চাকাপিষ্ট। প্রবীণতা প্রদাহের। ব্যর্থ ধূলিকণা

আমি আর দাঁড়াব না তোমাদের সুখমগ্ন দরোজার পাশে

অঝর অবজ্ঞা যদি...পুড়ে হবো ভস্মছাই—দীর্ঘ দীর্ঘশ্বাসে

বিজ্ঞাপন