default-image

মাটি দিয়েছি কারণ আর দেখতে চাই না

মৃত সব মানুষের চোখে, উদ্ভাসিত যতই

হোক—কে বলবে আমি নিয়েছি তার

কিছু? অকারণ ঘর সংসারকে বলে ছিলো

লেজুড়বৃত্তির ফন্দি নিজের মৃতদেহ

কিছু তার প্রশ্ন থাকে মাটি দিলেও

ঘুমের নিরর্থকতায় কবরে ঘাসের জীবনে

আর দূরে মানুষকে ভেবে নক্ষত্রে দেখি

প্রথম সন্ধ্যার তারায় আমার পূর্বপুরুষের মুখ

যে একদিন গোরস্থানে গিয়েছিলো।

বিজ্ঞাপন