এক বছর
মানে তিন শ পঁয়ষট্টি দিন
মানে তিন শ পঁয়ষট্টি বার পৃথিবী ঘুরল
সূর্য চাঁদকে সঙ্গে করে তার রকমারি গতিতে।
বিজ্ঞাপন
কিছুই থেমে থাকে না।
কেবল আমার জীবন
এক কদমও এগোল না
গোঁয়ারগোবিন্দের মতো থেমে থাকল
তিন শ পঁয়ষট্টি দিনের অন্য পারে।
আর আমি দেখলাম
আমার জীবনটা হাত ফসকে তলিয়ে গেল
অথই সমুদ্রের জলে।
সূত্র: ১৬ ডিসেম্বর, ২০০৯ সালের বিশেষ সংখ্যায় প্রকাশিত
বিজ্ঞাপন