default-image

এই ভূমিবিতান কি আমাদেরই নয়?

আমাদেরই হাড়চূর্ণ দিয়ে এর সবুজ প্রতি ফলনের মাটি কি উর্বর নয়?

তাহলে কার সাধ্য আমাদের উত্খাত করে?

কেড়ে নেয় আমাদের হাত থেকে গেলাশে এর সবিজর সবুজ রস?

ইতিহাসকে ডাকো। ইতিহাসই সেই দ্রাবক

যার ক্ষারে গলে যায় হত্যাকারীর হাত এবং জোরদখলকারীর দাঁত।

বিজ্ঞাপন

এই ভূমিবিতানে আরো একবার ইতিহাসের পা পড়ুক পথে,

এবং পথিক হয়ে উঠুক আমাদের সব মানুষ সেই পথে,

এবং ছিন্ন করুক নক্শার নীল কাগজগুলো দু’হাতে।

এই ভূমিবিতানের সবিজ আমাদের বর্ধিত করুক বিজয়ের দিকে।

কবির কলম থেকে অক্ষরের উঠছে শস্য, একাত্তরের মধ্যরাত থেকে,

এবং এর প্রতিটি দানায় আজও লিখিত হয়ে চলেছে দলিল:

এই ভূমিবিতান তো আমাদের

তিরিশ লক্ষ রক্তসেচ এবং আমাদেরই হাড়চূর্ণের বিনিময়ে \

৮ ডিসেম্বর ২০০৬, ঢাকা