বিজ্ঞাপন
default-image

সোভিয়েত নারী কমিটি ৪ অক্টোবর ১৯৭১ এই বিবৃতিটি প্রচার করে

পশ্চিম পাকিস্তানিদের প্রতিশোধস্পৃহা, মানবাধিকার পায়ে মাড়ানো ও গণতন্ত্রের মৌলিক নীতি লঙ্ঘনের কারণে পূর্ব পাকিস্তানের প্রায় ৯০ লাখ মানুষ নিজ ভিটা ছেড়ে অন্য দেশে উদ্বাস্তু হতে বাধ্য হয়েছে। সহায়সম্বলহীন বিপুলসংখ্যক উদ্বাস্তু মানুষ ক্ষুধা ও মহামারির প্রকোপে পড়ে চরম হতাশায় নিমজ্জিত হয়েছে। পূর্ব পাকিস্তানে অনেক প্রগতিশীল মানুষের ওপর প্রতিশোধ নেওয়া হচ্ছে।

পাকিস্তানি কর্তৃপক্ষের কাছে সোভিয়েত নারীদের আবেদন, আপনারা বিশ্বের বিভিন্ন দেশের লাখো মানুষের আহ্বানে সাড়া দিন। অল পাকিস্তান পিপলস লিগের সভাপতি এম রহমানসহ অন্য প্রগতিশীল ব্যক্তিদের ওপর প্রতিশোধ নেওয়া বন্ধ করুন। পূর্ব পাকিস্তানের জনগণের ন্যায়সংগত ইচ্ছা, আকাঙ্ক্ষা ও অধিকারকে বিবেচনায় নিয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করে রাজনৈতিক সমঝোতার পথ পরিষ্কার করুন।

আর দ্রুততম সময়ের মধ্যে উদ্বাস্তুদের ঘরে ফেরার মতো পরিস্থিতি সৃষ্টি করুন।

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ: দলিলপত্র, ত্রয়োদশ খণ্ড,

সূত্র: ২৬ মার্চ ২০১৪ প্রথম আলোর "স্বাধীনতা দিবস" বিশেষ সংখ্যায় প্রকাশিত