বিজ্ঞাপন
default-image

এল একদিন বন্ধু আমার

চোখভরা তার ধু ধু হাহাকার

বলে গেল, চাই শুধু সহায়তা

দেশ তার আজ ধুঁকে ধুঁকে মরে

বেশি কিছু আমি জানতে চাই না

শুধু বুঝি কিছু করে যেতে হবে

মিনতি জানাই সকলের কাছে:

এসো না বাঁচাই কয়েকটি প্রাণ

বাংলাদেশ...বাংলাদেশ

কত শত কত সহস্র লোক

মরে নিরন্ন

সকলই ধ্বস্ত, সবই ধুলিকণা

কখনো দেখিনি এত যন্ত্রণা

হাতে বাঁধো হাত প্রতি জনে জনে

আর রাখো মনে

বাংলাদেশের ওই মুখগুলো

বাংলাদেশ...বাংলাদেশ

কেন অকারণ

এত দুর্যোগ

সকলই ধ্বস্ত, সবই ধুলিকণা

দেখিনি কখনো এমন যাতনা...

অনুবাদ: সাজ্জাদ শরিফ

সূত্র: ২৬ মার্চ ২০১০ প্রথম আলোর "স্বাধীনতা দিবস" বিশেষ সংখ্যায় প্রকাশিত