বিজ্ঞাপন
default-image

আজ শেষ হলো।

সমের্কর শুরু ছিল যদি

শেষ তো থাকবেই

আজ হলো শেষ। সমের্কর।

রক্তচক্ষু পানি।

হাওয়া বিকট হাসছে।

দু-মাস কি দু-বছর পরে

যদি

অন্য বর্ষাদিনে

দেশ-পরবাসে

‘কী, কেমন? ভালো?’ ‘ভালো, তুমি?’

তবে

সেটা সমের্কর আরো কোনো শুরু?

তারও শেষ আছে?

না না, সেটা সমর্ঙ্কই নয়

জলবর্ণ আকাশ ভাসবে মেঘে

সূত্র: ২৬ মার্চ ২০০৩ প্রথম আলোর "স্বাধীনতা দিবস" বিশেষ সংখ্যায় প্রকাশিত