default-image

‘সমস্ত শিল্পীর একটিই সংসার, যেমন

তোমার ঘরটি আমার এখন’

বিজ্ঞাপন

এরকম দাবি তুলে যন্ত্র-প্রজাপতি,

-আসলে ব্রহ্মার নামে দাঙ্গাবাজ, মৌলবাদী, মতিগতি

যার ভয়ঙ্কর, আমি হিন্দু না মুসলিম, এই প্রশ্নটা

মনে রেখে শান্তি ও অহিংসার কথা বললেন। কবিবন্ধু থাপার

রৌদ্ররুপালি রেখায় ডেকে আনে মৃত্যুকে, অপার

শান্তি মিশনে গিয়েছিলাম গুজরাটে, গান্ধিনগরে।

অথচ এক ফোঁটা

জল পাইনি কোথাও, না-পাওয়ার কথা

দিল্লির এলিট-সেমিনারে বলতে গিয়ে শুনি, ‘আপনার ভারতীয়তা

খতিয়ে দেখতে হবে, দেখা জরুরি, কেননা

বাবরি-মসজিদ ঘটনায় পাল্টিয়ে গিয়েছে জমানা’

বিজ্ঞাপন