বিজ্ঞাপন
default-image

হাবিলদার হেমায়েত উদ্দিনের নাম অনুসারে হেমায়েত বাহিনীর নামকরণ করা হয়। তিনি মুক্তিযুদ্ধের শুরুতে জয়দেবপুরে দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন। তাঁর রেজিমেন্টে বিদ্রোহ করলে তিনি কিছু বাঙালি সেনা নিয়ে ফরিদপুরে চলে যান। ২৯ মে হেমায়েত বাহিনীর যাত্রা শুরু হয়। হেমায়েত বাহিনীতে পাঁচ হাজার মুক্তিযোদ্ধা ছিলেন। এই বাহিনী গোপালগঞ্জ, বরিশাল, ফরিদপুর, মাদারীপুর এবং যশোরের কিছু অংশে যুদ্ধ পরিচালনা করে। এই বাহিনীর উল্লেখযোগ্য যুদ্ধ ছিল কোটালীপাড়া থানা আক্রমণ, যশোরের গুদাম আক্রমণ, কুরপাড়া কমিউনিটি সেন্টার যুদ্ধ, গোপালগঞ্জ মাদ্রাসা যুদ্ধ।