বিজ্ঞাপন
default-image

ক্যাপ্টেন আবদুল হালিম চৌধুরী ছিলেন হালিম বাহিনীর প্রধান। তিনি মুক্তিযুদ্ধের আগে পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ৩৬টি ৩০৩ রাইফেল জোগাড় করে নিজ গ্রামে চলে যান এবং ছাত্র ও তরুণদের যুদ্ধের জন্য সংগঠিত করেন। তাদের যুদ্ধের সীমানা ছিল মানিকগঞ্জের উপকণ্ঠ, মুন্সিগঞ্জ এবং ঢাকা। তাদের উল্লেখযোগ্য যুদ্ধের মধ্যে সুতালক্ষ্মী গ্রামের প্রতিরোধ, গুলাইডানাগা যুদ্ধ, পাটুরিয়া থানা অ্যামবুশ, সেওতা ব্রিজ, বায়নলিপুর আক্রমণ এবং মানিকগঞ্জ জেলা আক্রমণ অন্যতম।