বিজ্ঞাপন
default-image

মুক্তিযুদ্ধ শুরু হলে ছাত্র ইউনিয়নের (মতিয়া) কর্মীরা ত্রিপুরার আগরতলায় প্রশিক্ষণশিবির প্রতিষ্ঠা করেন। এই শিবিরে তাঁদের সঙ্গে ন্যাশনাল আওয়ামী লীগ (মোজাফ্​ফর) ও কমিউনিস্ট পার্টির কর্মীরাও প্রশিক্ষণ গ্রহণ করেন। নভেম্বর মাস পর্যন্ত এই শিবিরে কয়েক হাজার মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ গ্রহণ করেন।