বিজ্ঞাপন
default-image

মুক্তিযুদ্ধের শুরুতেই গফুর বাহিনী গঠিত হয়। আবদুর গফুর, মহিউদ্দিন মানিক এবং বেনিলাল দাশগুপ্ত পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বরিশালের দক্ষিণাঞ্চলে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেন। ধীরে ধীরে বাহিনীর নাম হয়ে যায় গফুর বাহিনী। এই বাহিনী বানারীপাড়া, ঝালকাঠি, পিরোজপুর, স্বরূপকাঠি এবং আশপাশের অঞ্চলে তাদের অপারেশন সীমাবদ্ধ রাখেন। দেশের দক্ষিণে একটি সাব–সেক্টর গঠিত হলে এই বাহিনী ক্যাপ্টেন শাহজাহানের সঙ্গে এক হয়ে যায়। এই বাহিনী মুজিব বাহিনীর সঙ্গেও বেশ কিছু অপারেশন করে।