বিজ্ঞাপন
default-image

আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীদের নিয়ে মুজিব বাহিনী গঠন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এর নামকরণ করা হয়। এই বাহিনীকে বাংলাদেশ লিবারেশন ফোর্স বা সংক্ষেপে বিএলএফ বলা হতো। এই বাহিনী গঠনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল। ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল উবানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মুজিব বাহিনীর প্রায় ১০ হাজার সদস্যকে দেরাদুনে প্রশিক্ষণ দেওয়া হয়। শেখ ফজলুল হক মনি, তোফায়েল আহমদ, সিরাজুল আলম খান ও আবদুর রাজ্জাক এই বাহিনীর যৌথ অধিনায়ক ছিলেন। তাঁরা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম রণাঙ্গন এবং ঢাকার আশপাশে বেশ কিছু অভিযান পরিচালনা করে।