বিজ্ঞাপন

১. প্রধানমন্ত্রী

২. সচিব

  • ক) সি.এ. ...১ জন - সুধীর চন্দ্র রাউথ

  • খ) পিয়ন .. ১ জন - অনামদর্শী বরুয়া

৩. উপসচিব ১ (মন্ত্রিপরিষদ ও প্রশাসন) : আকবর আলী খান, ১ম কয়েকমাস

  • স্টেনো ... ১ জন - হিমাংশু দে

  • খ) পিয়ন ... ১ জন

৪. উপসচিব ২ (পরিকল্পনা ও মূল্যায়ন) - এম.ই. শরিফ

  • ক) স্টেনো ... ১ জন

  • খ) পিয়ন ... ১ জন - জহিরুদ্দীন কমল শরিফ।

৫. উপসচিব ১- এর স্টাফ অফিসার- ২ জন- শরিফ রহমতউল্লাহ

(একজন প্রশাসনিক কাজকর্ম এবং অপরজন গােপনীয় বিষয়াদি দেখাশােনার দায়িত্বে ছিলেন। এছাড়া উভয় স্টাফ অফিসারের অধীনে ১জন মুদ্রাক্ষরিক, ১জন সহকারী এবং ২জন গাড়িচালক ছিলেন।)।

৬. উপসচিব ২- এর স্টাফ অফিসার-১ জন - মােহাম্মদ আসাদুজ্জামান

(এই স্টাফ অফিসারের অধীনে ১জন সহকারী ছিলেন।)- ভিনসেন্ট বিশ্বাস

মন্ত্রিপরিষদ বিভাগের এই সকল কর্মকর্তা ও কর্মচারীর দায়িত্ব কী, কার কী কাজ ইত্যাদি সম্বন্ধে প্রস্তাবিত সাংগঠনিক কাঠামােয় (Proposed Organizational Chart of the Cabinet Secretariat) বর্ণিত হয়েছিল।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব প্রত্যক্ষভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত ছিলেন। এই বিভাগের সর্বপ্রকার দায়িত্ব সচিবের উপর ন্যস্ত ছিল।

দুজন উপসচিবই মন্ত্রিপরিষদ বিভাগের বিভিন্ন কাজকর্মে সচিবকে সহায়তা করতেন।

এঁদের সহায়তা করার জন্য মােট ৩ জন স্টাফ অফিসার ছাড়াও ২ জন স্টেনাে, ১ জন মুদ্রাক্ষরিক, ২ জন সহকারী, ২ জন গাড়িচালক এবং ৩ জন পিয়ন ছিলেন।

সচিব-কমিটি কর্তৃক নির্ধারিত ভিত্তির উপর মন্ত্রিপরিষদ বিভাগের বাজেট এবং অফিসের জন্য প্রয়ােজনীয় আসবাবপত্র ও অন্যান্য মনােহারী দ্রব্যের তালিকা প্রস্তুত করে তা বিবেচনার জন্য ১১ আগস্ট সচিব কমিটিতে উপস্থাপিত হয় এবং পরবর্তী সময়ে মন্ত্রিপরিষদের সভায় অনুমােদিত হয়।

সূত্র: এইচ. টি. ইমাম এর লেখা "বাংলাদেশ সরকার ১৯৭১"