বিজ্ঞাপন
default-image

মুজিবনগরে মুক্তিবাহিনীর সদর দপ্তরে একজন মুখপাত্র ২১ অক্টোবর সাংবাদিকদের জানান, মুক্তিবাহিনী ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং সুনামগঞ্জের ছাতক শহরে পাকিস্তানি বাহিনীর সঙ্গে যুদ্ধের পর স্থির করেছে, পাকিস্তানি সেনার সঙ্গে তারাও প্রতিটি সেক্টরে সম্মুখযুদ্ধ করবে। গেরিলা অভিযানও চলবে। সম্মুখযুদ্ধের পরিকল্পনাও করা হয়েছে। মুখপাত্র বলেন, গত এক সপ্তাহে মুক্তিযোদ্ধাদের হাতে বহু শত্রুসেনা নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় ৬০০ এবং বহু অস্ত্র অধিকারে এসেছে। মুক্তিযোদ্ধারা প্রায় ২০০ জন পাকিস্তানি সৈন্যও আটক করেছেন। তাঁদের কাছে অস্ত্রশস্ত্রসহ আত্মসমর্পণ করেছে ৪৫০ জন রাজাকার।

বাংলাদেশ আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির দ্বিতীয় দিনের সভা এই দিন গভীর রাত পর্যন্ত চলে। বাংলাদেশ সরকারের তথ্য ও বেতার দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এবং জাতীয় পরিষদ সদস্য আবদুল মান্নান সাংবাদিকদের বলেন, সভায় কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব নেওয়া হয়েছে। আগামীকাল সেসব জানানো হবে।

শরণার্থীদের নিয়ে পুস্তিকা

বাংলাদেশের শরণার্থীদের সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করতে ২১ অক্টোবর অক্সফাম ৬০ জন প্রত্যক্ষদর্শীর বিবরণ নিয়ে একটি পুস্তিকা প্রকাশ করে। মাদার তেরেসা, সিনেটর এডওয়ার্ড কেনেডিসহ কয়েকজন প্রভাবশালী সাংসদ ও সাংবাদিকের বিবরণ তাতে প্রকাশ করা হয়। অক্সফামের পরিচালক লেজলি কার্কলি বলেন, পুস্তিকাটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং জাতিসংঘের মহাসচিব উ থান্টের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেস, যুক্তরাজ্যের সংসদ এবং জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়া নানা দেশের প্রতিনিধিদের কাছে পুস্তিকাটি বিতরণ করা হবে।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্ট এদিন ‘উপমহাদেশে যুদ্ধের হুমকি’ শিরোনামে একটি সম্পাদকীয় নিবন্ধ প্রকাশ করে। নিবন্ধে বলা হয়, জাতিসংঘের সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বক্তারা পাকিস্তানে রাজনৈতিক সমাধানের জন্য জোরালো বক্তব্য দিলেও কেউ তা কার্যকর করার বিন্দুমাত্র চেষ্টা করেনি। সম্পাদকীয়তে যুক্তরাষ্ট্রের মনোভাবকে লজ্জাকর বলে অভিহিত করা হয়।

সীমান্ত থেকে ভারত সৈন্য সরাবে না

ভারতের রাজধানী দিল্লিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির সভায় প্রতিরক্ষামন্ত্রী জগজীবন রাম ঘোষণা করেন, জাতীয় স্বার্থ রক্ষার্থে ভারতের সমরপ্রস্তুতি সামান্যও শিথিল করা হবে না।

ভারতের প্রতিরক্ষা উৎপাদন প্রতিমন্ত্রী বিদ্যাচরণ শুক্লা দিল্লিতে এক টিভি সাক্ষাৎকারে বলেন, ভারতের সামরিক বাহিনী সম্পূর্ণ সজাগ। ১৯৬৫ সালের পর সমরাস্ত্র উৎপাদনে ভারতের সর্বাত্মক অগ্রগতি ঘটেছে। ভারতীয় সশস্ত্র বাহিনীর হাতে এখন অত্যাধুনিক সমরাস্ত্র রয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র সাংবাদিকদের জানায়, ওয়াশিংটন সফরে ইন্দিরার আলাপের মূল বিষয় থাকবে বাংলাদেশ। এর আগে ইউরোপেও তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ, বেলজিয়ামের প্রধানমন্ত্রী জি সাইস্কিন ও অস্টিয়ার চ্যান্সেলর কেইস্কির সঙ্গে একই বিষয়ে কথা বলবেন।

মুক্তিবাহিনীর অভিযান

১ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধাদের চারটি দল এদিন চারটি আলাদা স্থানে অভিযান পরিচালনা করে। একটি দল ফেনীর ছাগলনাইয়ার মির্দ্দারবাজারে পাকিস্তানের একটি টহল দলকে অ্যামবুশ করে। দ্বিতীয় দলটি মির্দ্দারবাজারের কাছাকাছি দক্ষিণ যশপুরে কাট অব পার্টি হিসেবে প্রতিরক্ষা অবস্থান নেয়। পাকিস্তানি বাহিনীর টহল দলটি অ্যামবুশের মধ্যে মির্দ্দারবাজারে এলে মুক্তিযোদ্ধাদের প্রথম দলের আক্রমণের মুখে পড়ে। মুক্তিযোদ্ধাদের হাতে পাকিস্তানি টহল দলের আক্রান্ত হওয়ার খবর পেয়ে একদল পাকিস্তানি সেনা ছাগলনাইয়া থেকে রিইনফোর্সমেন্ট হিসেবে মির্দ্দারবাজারে রওনা দেয়। পাকিস্তানি সেনাদলটিকে দক্ষিণ যশপুরে প্রতিরক্ষা অবস্থানে থাকা মুক্তিযোদ্ধারা আক্রমণ করেন। মির্দ্দারবাজার ও দক্ষিণ যশপুরে পাকিস্তানি বাহিনীর কয়েকজন হতাহত হয়।

মুক্তিযোদ্ধাদের তৃতীয় দলটি ফেনীর ফুলগাজী থানা সদর এলাকায় অ্যামবুশ করলে আরেকটি পাকিস্তানি সেনাদলের দুজন নিহত ও তিনজন আহত হয়। চতুর্থ দল ভারত সীমান্তের কাছে আমজাদহাটে পাকিস্তানি বাহিনীর একটি দলকে অ্যামবুশ করে। পাঁচজন রাজাকার নিহত এবং একজন পাকিস্তানি সেনা আহত হয়।

২ নম্বর সেক্টরের ঢাকা নগরে অভিযান পরিচালনার দায়িত্ব দেওয়া একদল গেরিলা মুক্তিযোদ্ধা সন্ধ্যায় খিলগাঁও হাইস্কুলের পাশে পাকিস্তান সেনাবাহিনীর সহযোগী রাজাকার ওপর আক্রমণ করে। রাজাকাররা পাল্টা প্রতিরোধ না করে পালিয়ে যায়। মুক্তিযোদ্ধাদের বিস্ফোরকে খিলগাঁও হাইস্কুল ভস্মীভূত হয়। মুক্তিযোদ্ধাদের এই দলের একটি উপদল রাতে শাহজাহানপুর হাইস্কুলের পাশে টহলরত রাজাকারদের আরেকটি দলকে আক্রমণ করে। রাজাকাররা রাতের অন্ধকারে পালিয়ে যায় এবং মুক্তিযোদ্ধাদের ছোড়া বিস্ফোরকে শাহজাহানপুর হাইস্কুল ভস্মীভূত হয়।

৩ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধারা নরসিংদীর মনোহরদীতে পাকিস্তানি বাহিনীর ঘাঁটি আক্রমণ করেন। যুদ্ধে পাকিস্তানি বাহিনীর কয়েকজন নিহত ও কয়েকজন মুক্তিযোদ্ধাদের হাতে বন্দী হয়।

৮ নম্বর সেক্টরে মুক্তিযোদ্ধাদের চারটি মধ্যে তিনটি দল তিনটি আলাদা স্থানে অভিযান চালায়। চতুর্থ দলটি পাকিস্তানিদের অ্যামবুশে পড়ে। প্রথম দলটি চুয়াডাঙ্গার আলমডাঙ্গার কাছে রেললাইনে মাইন পেতে একটি বিশেষ ট্রেন অ্যামবুশ করে। ট্রেন অ্যামবুশের আওতায় আসামাত্র মুক্তিযোদ্ধারা মাইনের বিস্ফোরণ ঘটান। এতে বেশ কয়েকজন সেনা, মিলিশিয়া ও রাজাকার হতাহত হয়। দ্বিতীয় দলটি মেহেরপুরে হামলা করে একজন কর্মকর্তাসহ কয়েকজন পাকিস্তান সেনা ও রাজাকারকে হতাহত করে। তৃতীয় দলটি ঝিনাইদহের কোটচাঁদপুরের হাসিমপুরে মিলিশিয়া ও রাজাকার সমন্বয়ে গড়া পাকিস্তান বাহিনীর ক্যাম্পে রাতে আক্রমণ করে। যুদ্ধে বেশ কয়েকজন মিলিশিয়া ও রাজাকার হতাহত হয়। চতুর্থ দলটি মধুখালী গ্রামের কাছে পাকিস্তানি বাহিনীর অ্যামবুশে পড়ে। পাকিস্তানি বাহিনী সুবিধাজনক অবস্থানে থাকায় মুক্তিযোদ্ধারা বিপদে পড়েন। এখানে তিনজন মুক্তিযোদ্ধা আহত হন।

অবরুদ্ধ বাংলাদেশে

পূর্ব বাংলায় পাকিস্তানের জাতীয় পরিষদের উপনির্বাচনের জন্য ৭৮টির মধ্যে ৭৫টি আসনে ১৯২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ১৪টি আসনে প্রার্থী একজন করে। বাকি ৬১ আসনে প্রার্থী ১৭৮ জন। ১৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। বাকি ৩টি আসনে কী হবে, তা স্পষ্ট নয়। উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন ফজলুল কাদের চৌধুরী, গোলাম আযম, আব্বাস আলী খান, খান এ সবুর খান, ইউসুফ আলী (মোহন মিয়া), আবদুল আলীম প্রমুখ।

সূত্র: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর এক, দুই, তিন ও আট; ইত্তেফাক, ঢাকা, ২২ অক্টোবর ১৯৭১; আনন্দবাজার পত্রিকা, কলকাতা, ভারত ২২ ও ২৩ অক্টোবর ১৯৭১

গ্রন্থনা: রাশেদুর রহমান