বিজ্ঞাপন
default-image

ভারত সফররত যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী এবং লেবার পার্টির নেতা পিটার শোর ২৮ আগস্ট দমদম বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, বাংলাদেশের ব্যাপারে সেখানকার জনসাধারণের গ্রহণযোগ্য রাজনৈতিক সমাধান দরকার। সংকটের সমাধান হলেই জাতিসংঘ সেখানে কাজ করতে পারে। তিনি বলেন, বাংলাদেশের জনগণের জন্য সারা বিশ্বে এখন সহানুভূতি জেগেছে। আন্তর্জাতিক কূটনৈতিক ক্ষেত্রে এই অবস্থায় কিছু করা সহজ হতে পারে। ব্রিটিশ সরকার পূর্ব বাংলার বর্তমান অবস্থার পরিবর্তন চায় এবং সেখানকার মানুষের দুঃখস্রোত বন্ধ করতে চায়। এ কারণেই সেখানে একটা নীতিগত পালাবদল কাম্য বলে ব্রিটিশ সরকার মনে করে।

ভারত সফররত যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের সিনেটর চার্লস পার্সি দিল্লিতে সংবাদ সম্মেলনে নিজ দেশের সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, তারা যেন অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ দিয়ে পাকিস্তানের সামরিক শাসকদের আর প্রশ্রয় না দেয় এবং ভারত-যুক্তরাষ্ট্রের পুরোনো বন্ধুত্ব নষ্ট না করে। তিনি বলেন, বাংলাদেশ সমস্যার সমাধানে জাতিসংঘের চিন্তা করা উচিত এবং অবিলম্বে বাংলাদেশে সামরিক অভিযান বন্ধ করা দরকার। সিনেটর চার্লস পার্সি এই দিন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও পররাষ্ট্রমন্ত্রী সরদার শরণ সিংয়ের সঙ্গে দেখা করেন।

যুক্তরাজ্যের বাংলাদেশ মিশন বিদ্রোহী

যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী জোসেফ ২৮ আগস্ট সেখানকার বাংলাদেশ মিশনকে বিদ্রোহী হিসেবে অভিহিত করে বলেন, ব্রিটেন পাকিস্তানের কেন্দ্রীয় সরকারকে স্বীকার করায় বাংলাদেশ মিশনকে স্বীকৃতি দেবে না। ব্রিটেনে পাকিস্তানের হাইকমিশনার সালমান আলী বাংলাদেশ মিশনের ব্যাপারে অভিযোগ করতে পররাষ্ট্র দপ্তরে গেলে তিনি এই মন্তব্য করেন।

সুইডেনের পাকিস্তানের দূতাবাসের একমাত্র বাঙালি কর্মচারী মহম্মদ শফিউল্লাহ এদিন পাকিস্তান সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বাংলাদেশ সরকারের পক্ষে আনুগত্য ঘোষণা করেন। স্টোকহোমে সংবাদ সম্মেলনে তিনি জানান, দূতাবাসে তিনিই একমাত্র বাঙালি। নিরাপত্তা কর্মকর্তা হিসেবে তিনি কর্মরত ছিলেন। তিনি স্ত্রী, দুই সন্তানসহ সুইডেনে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন।

বঙ্গবন্ধুর সঙ্গে ব্রোহির সাক্ষাৎ

পাকিস্তানে আটক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৌঁসুলি এ কে ব্রোহি রাওয়ালপিন্ডিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ২১ আগস্ট শেখ মুজিবের সঙ্গে তাঁর দেখা হয়েছে। তিনি জানান, লায়ালপুরে কড়া প্রহরায় শেখ মুজিব আটক আছেন। সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য ব্রোহি এদিন রাওয়ালপিন্ডিতে আসেন।

অবরুদ্ধ বাংলাদেশে

২৮ আগস্ট সকালে নওগাঁর মান্দার প্রত্যন্ত পল্লি পাকুরিয়ায় পাকিস্তানি সেনাবাহিনীর একটি দল কয়েক শ গ্রামবাসীকে ধরে এনে স্কুলমাঠে জড়ো করে। এরপর বাড়িঘর লুটপাট করে এবং আগুন ধরিয়ে দেয়। পাকিস্তানিরা স্কুলমাঠে জিজ্ঞাসাবাদ করে নারী, শিশু ও বয়স্কদের ছেড়ে দেয়। তারা চলে গেলে সেনারা বাকি সবাইকে লাইনে দাঁড় করিয়ে মেশিনগানের গুলিতে ১২৮ জনকে হত্যা করে।

চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের একটি দল এদিন ভোরে মিরসরাইয়ের কাছে রেললাইনে মাইন স্থাপন করে। সকাল সাড়ে আটটার দিকে পাকিস্তানি সেনা ও রাজাকারবাহী একটি ট্রেন সেখান দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণে একটি বগি ক্ষতিগ্রস্ত এবং কয়েকজন পাকিস্তানি সেনা ও রাজাকার হতাহত হয়।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে পাকিস্তানি সেনা ও রাজাকারদের একটি দল মহেশপুরে এলে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে পাকিস্তানি সেনারা হতাহতদের নিয়ে পালিয়ে যায়।

চাঁদপুরের হাজীগঞ্জের অন্তর্গত হাসনাবাদে পাকিস্তান সেনাবাহিনী ও রাজাকারদের একটি দলকে মুক্তিযোদ্ধারা অ্যামবুশ করেন। জহিরুল হক পাঠানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা ছিলেন কয়েকটি উপদলে বিভক্ত। মুক্তিযোদ্ধাদের অতর্কিত আক্রমণে পাকিস্তানি সেনারা প্রাথমিক বিপর্যয় কাটিয়ে পাল্টা আক্রমণ শুরু করে। পাকিস্তানি সেনারা একপর্যায়ে গুলি ছুড়তে ছুড়তে মুক্তিযোদ্ধাদের অবস্থানের ভেতর ঢুকে পড়ে এবং পাকিস্তানিদের দূরবর্তী অবস্থান থেকেও গোলা এসে সেখানে পড়তে থাকে। মুক্তিযোদ্ধারা সাহসিকতার সঙ্গে পাকিস্তানি সেনা ও রাজাকারদের ওপর আক্রমণ অব্যাহত রাখেন। মুক্তিযোদ্ধা আবুল হোসেন সাহসিকতার সঙ্গে যুদ্ধ করে হঠাৎ গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। স্বাধীনতার পর তাঁকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়।

চাঁদপুরে মুক্তিযোদ্ধাদের আরেকটি গেরিলা দল ফরিদগঞ্জের রাওয়াল গ্রামে পাকিস্তানি সেনাদের ওপর অতর্কিত হামলা চালালে কয়েকজন পাকিস্তানি সেনা হতাহত হয়। তাদের পাল্টা আক্রমণে একজন মুক্তিযোদ্ধাও শহীদ হন।

কুমিল্লায় একদল মুক্তিযোদ্ধা ব্রাহ্মণপাড়া থেকে নৌকাযোগে শালদা নদী দিয়ে এগোনোর পথে পাকিস্তান সেনাবাহিনীর একটি দলকে অ্যামবুশ করেন। মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানি সেনাবাহী নৌকাগুলো পানিতে ডুবে গেলে কয়েকজন পাকিস্তানি সেনা হতাহত হয়।

মুক্তিবাহিনীর ২ নম্বর সেক্টরের অধীন মুক্তিযোদ্ধাদের একটি টহল দল এদিন ভোরে মাধবপুর গ্রামের বাইরে কাঁচা রাস্তায় অ্যামবুশ পেতে পাকিস্তানি সেনাদের অপেক্ষায় থাকে। বেলা ১১টার দিকে পাকিস্তানি সেনাদের একটি জিপ ও একটি ট্রাক অ্যামবুশের আওতায় এলে মুক্তিযোদ্ধাদের আক্রমণে গাড়ি দুটির ক্ষতি হয়। পাশাপাশি কয়েকজন পাকিস্তানি সেনাও হতাহত হয়।

মৌলভীবাজারে পাকিস্তানি সেনা ও রাজাকারদের একটি দল বড়লেখার শাহবাজপুর রেলস্টেশন থেকে তাজপুরের দিকে এগোলে মুক্তিযোদ্ধাদের একটি দল তাদের ওপর আক্রমণ চালায়। মুক্তিযোদ্ধাদের আক্রমণে কয়েকজন রাজাকার ও পাকিস্তানি সেনা হতাহত হয়।

পঞ্চগড়ে মুক্তিবাহিনীর একটি গেরিলা দল অমরখানায় পাকিস্তানি সেনাদের অবস্থানে ঝটিকা আক্রমণ চালায়। আক্রমণে কয়েকজন পাকিস্তানি সেনা হতাহত এবং একজন মুক্তিযোদ্ধা আহত হন।

সূত্র: বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ: সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর এক, দুই, তিন ও সাত; দৈনিক পাকিস্তানআজাদ, ২৯ ও ৩০ আগস্ট ১৯৭১; আনন্দবাজার পত্রিকা, ভারত, ২৯ ও ৩০ আগস্ট ১৯৭১

গ্রন্থনা: রাশেদুর রহমান