বিজ্ঞাপন
default-image

ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভার পিএসপি দলীয় সাংসদ সমর গুহ ২৪ জুলাই দিল্লিতে এক সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশ সরকারের স্বীকৃতি আসন্ন। মুক্তিযুদ্ধ সম্পর্কে সোভিয়েত ইউনিয়ন সতর্ক থাকায় বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া নিয়ে ভারতের সিদ্ধান্ত আটকে ছিল। এখন যুক্তরাষ্ট্র ও চীন হঠাৎ বন্ধু হওয়ায় বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে সোভিয়েত ইউনিয়ন এবং সোভিয়েত সমর্থক অন্য দেশগুলোর দৃষ্টিভঙ্গি বদলাবে। ভারতের একা হয়ে যাওয়ার উদ্বেগও দূর হবে।

পাকিস্তানকে উদ্ধারে চীনের সেনাবাহিনী এগিয়ে আসবে না বলে দিল্লিতে এই দিন সাংবাদিকদের বলেন সিপিএমের কেন্দ্রীয় নেতা পি সুন্দরিয়া। তিনি মনে করেন, ভারত চীনের ভয়ে নয়, বরং মার্কিন সাম্রাজ্যবাদের ভয়েই বাংলাদেশ সরকারকে স্বীকৃতি দিচ্ছে না। তিনি বাংলাদেশ নিয়ে সিপিএমের পলিটব্যুরোর নেওয়া প্রস্তাব সাংবাদিকদের কাছে ব্যাখ্যা করেন।

সিপিএমের প্রস্তাবে বাংলাদেশ সরকারকে অবিলম্বে স্বীকৃতি দেওয়া এবং ইয়াহিয়ার সামরিক শাসনের বিরুদ্ধে তাদের সংগ্রামকে আরও সক্রিয়ভাবে সাহায্য দেওয়ার দাবি জানানো হয়। সুন্দরিয়া বলেন, বাংলাদেশ সরকারকে স্বীকৃতি দিলে পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বলে তিনি মনে করেন না। চীনের সেনাবাহিনীও পাকিস্তানকে উদ্ধারের জন্য এগিয়ে আসবে না।

ভারতীয় জনসংঘের সভাপতি অটল বিহারি বাজপেয়ি পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় দলের এক সভায় বলেন, বাংলাদেশ সরকারকে স্বীকৃতি দিতে ভারত আরও দেরি করলে বাংলাদেশ ও ভারত উভয়
পক্ষেই ক্ষতির কারণ হবে। বাংলাদেশের উগ্রপন্থীদের প্রভাব তাতে বাড়বে এবং পিকিংয়ের প্রতি ঝুঁকে পড়বে। বাংলাদেশ আরেকটি ভিয়েতনাম হয়ে উঠলে ভারতের পূর্বাঞ্চলও হারাতে হবে।

এডওয়ার্ড কেনেডিকে নিয়ে উষ্মা

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র চার্লস ব্রে ডেমোক্র্যাট দলীয় সিনেটর এবং সিনেটে শরণার্থীবিষয়ক উপকমিটির চেয়ারম্যান এডওয়ার্ড কেনেডির অভিযোগের জবাবে সতর্কবাণী উচ্চারণ করে বলেন, সিনেটর কেনেডি যদি গোপন কূটনৈতিক তারবার্তা ফাঁস এবং প্রশাসনের প্রতি দোষারোপ করে যেতে থাকেন, তাহলে পররাষ্ট্র দপ্তরের পক্ষে তাঁর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখা অসম্ভব হয়ে পড়বে।

এডওয়ার্ড কেনেডি বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কে একটি গোপন কূটনৈতিক তারবার্তা প্রকাশ করে পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, যুক্তরাষ্ট্র প্রশাসন গোটা বাংলাদেশ সমস্যাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এ বিষয়ে চার্লস ব্রে বলেন, গোপন কূটনৈতিক তারবার্তাটি কী করে সিনেটর কেনেডির হাতে পড়ল, তা তিনি জানেন না।

শেখ মুজিবুর রহমানের মুক্তির জন্য অবিলম্বে জাতিসংঘের হস্তক্ষেপ দাবি করে বাংলাদেশ লিগ অব আমেরিকা এই দিন জাতিসংঘের মহাসচিব উ থান্টকে লেখা একটি চিঠি পাঠায়। পত্রে তারা উল্লেখ করে, ইয়াহিয়া খান বলেছেন, শেখ মুজিবের বিচার হবে গোপন আদালতে। এতে তাঁর মানবিক অধিকার খর্ব করা হবে। বর্তমানে তাঁর প্রাণনাশের আশঙ্কাও আছে।

নেতাদের সম্পত্তির নিলাম

তাজউদ্দীন আহমদসহ আওয়ামী লীগের তিন নেতার অস্থাবর সম্পত্তি প্রকাশ্য নিলামে বিক্রি করার সরকারি সিদ্ধান্তের কথা এদিন জানা যায়। এই তিনজনের সব স্থাবর ও অস্থাবর সম্পত্তি এর আগেই বাজেয়াপ্ত করা হয়।

১৩ জুলাই পাকিস্তানি যুদ্ধবিমান ভারতের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে ভারত যে অভিযোগ এনেছিল, পাকিস্তান তা এই দিন অস্বীকার করে। ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে দেওয়া নোটে ভারতের এই দাবিকে ভিত্তিহীন ও দুরভিসন্ধিমূলক বলে অভিহিত করা হয়।

ইসলামিক সেক্রেটারিয়েটের মহাসচিব টুংকু আবদুর রহমান অবরুদ্ধ বাংলাদেশে চার দিনের সফর শেষে ব্যাংককের উদ্দেশে এই দিন ঢাকা ত্যাগ করেন।

মুক্তিবাহিনীর একটি গেরিলা দল নরসিংদী জেলার পশ্চিমে অহিনাশপুরের রেলপথে অ্যান্টি–পার্সোনাল মাইন দিয়ে একটি ট্রেনের চারটি বগি ধ্বংস করে। গেরিলারা রেলস্টেশনের সিগন্যাল বোর্ড ও টেলি সরঞ্জামও ধ্বংস করে।

কুমিল্লার কোটেশ্বর এলাকায় মুক্তিযোদ্ধারা দুই ঘণ্টা যুদ্ধ করে একদল পাকিস্তানি সেনাকে পিছু হটতে বাধ্য করে। পাকিস্তান সেনাবাহিনীর কয়েকজন হতাহতও হয়।

হবিগঞ্জের তেলিয়াপাড়ায় পাকিস্তানি সেনাক্যাম্পে মুক্তিযোদ্ধাদের অতর্কিত হামলায় পাকিস্তানি সেনারা হতাহত হয়।

টাঙ্গাইলের গেরিলা মুক্তিযোদ্ধারা শহরের একটি সিনেমা হলে হাতবোমা ছুড়লে পাকিস্তানি সমর্থকেরা আহত হয়।

বরিশালে পেয়ারাবাগানেও পাকিস্তানি সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ হয়।

সূত্র: বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ: সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর দুই, তিন, নয় ও এগারো; ইত্তেফাক, ২৫ জুলাই ১৯৭১; আনন্দবাজার পত্রিকা, ভারত, ২৫ ও ২৬ জুলাই ১৯৭১

গ্রন্থনা: রাশেদুর রহমান